শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৮:১৪:৪৬

যে কারণে আউট হলেন মুশফিক

যে কারণে আউট হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: দিবারাত্রির টেস্ট শুরু হয়েছে বেশ কিছু দিন আগে থেকেই। আমিরাতে বর্তমানে পাকিস্তান- ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছে দিবারাত্রির টেস্ট সিরিজ। তবে শুক্রবার পড়ন্ত বিকালে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ চার ওভার খেলা হয়েছে ফ্লাড লাইটের নিচে।

প্রথম দিন স্বাভাবিক আলোতেই খেলা হয়েছিল ৯২ ওভার। দিনে সাধারণত ৯০ওভার খেলা হয়ে থাকে। কিন্তু আম্পায়াররা মনে করলে দুই চার ওভার বেশেই খেলা হয়ে থাকে কখনও কখনও। শুক্রবার পড়ন্ত বিকালে দেখা দেয় আলোর স্বল্পতা। মনে করা হয়েছিল দ্বিতীয় দিনের খেলা শেষের ঘোষণা দিবেন আম্পায়ারা।

কিন্তু না, জ্বলে উঠলো ফ্লাড লাইট। কৃত্রিম আলোতে চার ওভার খেলার ঘোষণা। এতসময় সূর্যের আলোতে ব্যাট করার পর হঠাৎ ফ্লাড লাইটে খেলা ব্যাটসম্যানদের জন্য কিছুটা অপ্রস্তুত ব্যাপারও বটে।

সুযোগটা পুরোপুরি কাজে লাগান ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক। স্পিনার বাদ দিয়ে দুই প্রান্তে নিয়ে আসেন দ্রুত গতির বোলার। আর তাতে কাজও হয়। স্টেকসের বলে ৪৮ রান করে মুশফিক যখন ফিরলেন তখন দিনের খেলা মাত্র ১৫ বল বাকি। আর মুশফিকের আউটটা ছিল বাংলাদেশের জন্য বড় ক্ষতি।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে তামিম বলেন,‘ আসলে আমাদের করার  কিছুই নেই। এটা আম্পায়ারের সিদ্ধান্ত। আমাদের তো মেনে চলতেই হবে।’
২১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে