শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৮:৪১:৩৮

প্রতিটি রান আমাকে খুব কষ্ট করে করতে হয়েছে : তামিম

প্রতিটি রান আমাকে খুব কষ্ট করে করতে হয়েছে : তামিম

স্পোর্টস ডেস্ক : সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে নিজের ইনিংস সম্পর্কে মঈন আলী বলেছিলেন ওটাই তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস ছিল! একদিন পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। তিনি  মঈন আলীর চেয়ে ১০ রান বেশি অর্থাৎ ৭৮ রান করে চা বিরতির কিছুক্ষণ পর আউট হয়ে যান ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটির বলে।

দিনের শেষ শুক্রবার মঈন আলীর মতো একই কথা বললেন তামিম ইকবাল, ‘আমার প্রতিটি রান, আমাকে খুব কষ্ট করে করতে হয়েছে। যদি ভুল করে আউট হতাম তাহলে কষ্ট লাগত। আমার কাছে মনে হয় আমি যেভাবে খেলছিলাম সেখানে আমার নিয়ন্ত্রণ ছিল।’

সেঞ্চুরি মিস হওয়াতে কিছুটা আফসোস থাকলেও হতাশ না হয়ে ভব্যিষতে এমন সুযোগ কাজে লাগাবেন বলে জানান তামিম। তিনি বলেন ‘ওটা (সেঞ্চুরি) হয়নি এ কারণে বেশি একটা চিন্তিত না। তবে চেষ্টা করবো এরকম পরিস্থিতি আসলে যাতে বেশি রান করা সম্ভব হয়। সামনের ম্যাচে ১-২-৩-৪ থেকে শুরু করতে হবে। তবে আজকে ইনিংস বড় হলে অবশ্যই খুশি হতাম। কিন্তু এই মুহূর্তে এটাকেই সেরা মানছি।’

তামিম ইকবাল আরও বলেছেন, ‘আমার কাছে মনে হয় আমি ক্রিজে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করিনি। মূল জায়গায় থাকার চেষ্টা করেছি। যতটুকু সোজা ব্যাটে খেলা সম্ভব ততটুকু খেলেছি। আমি যে বলে আউট হয়েছি সেটাও কোনও ভুল শট খেলে আউট হইনি। ওই শটেই এক রান কিংবা দুই রান করে রান পেয়েছি।’

২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে