স্পোর্টস ডেস্ক : আমেরিকায় অনুষ্ঠিত হবে মাস্টার লিগ। ক্রিকেটে দুর্বল দেশ আমেরিকায় আয়োজিত হতে যাওয়া আসরে দেখা যাবে সাবেক বিশ্ব তারকাদের।
কয়েকদিন আগে আরো একটি টুর্নামেন্টের আয়োজন করে আমেরিকা। সেখানে বাংলাদেশি ক্রিকেটার আশরাফুল অংশ নেন। ক্রিকেটে শক্তিশালী হতে চাওয়ার অংশ হিসাবেই এসব উদ্যোগ রাজনৈতিকভাবে শক্তিধর দেশটির।
মাস্টার লিগে শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ব্রায়ান লারা এবং জয়াবর্ধনের অংশ নেয়া নিশ্চিত। এখানে ওয়াসিম আকরামকেও দেখা যেতে পারে।
মাস্টার লিগে ডাক পাওয়ায় এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে উচ্চ্বাস শচীনের কন্ঠে। শচীন বলেছেন, গোটাবিশ্বে ক্রিকেট পৌঁছে দেয়ার একটি অংশ হিসাবেই এই আসরে খেলবেন তিনি।
অবসরপ্রপ্তদের নিয়ে আমেরিকার উদ্যোগকে গ্রেট আইডিয়া বলে উল্লেখ করেন তিনি। শচীন আরও বলেন, বয়স বাড়লে দায়িত্ব বাড়ে। এখানে সবাই দায়িত্ব নিয়ে খেলবেন।
কোনো বোলার ১৪০ কিমি. এর উপরে বল করলে তার বেশ ভালো লাগবে বলে জানান শচীন টেন্ডুলকার।
৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর