শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ১০:২৭:৩৩

দিনের শুরুতেই অঘটন, টেস্টে এখনো শিশুই আছে বাংলাদেশ

দিনের শুরুতেই অঘটন, টেস্টে এখনো শিশুই আছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে বাংলাদেশ দল এখন তরুণ। তারুণ্যর ছোঁয়ায় এসেছে বেশ কিছু অর্জন। কিন্তু টেস্টে এখনো শিশুই বাংলাদেশ।

শনিবার যেন শনির দশাই। অঘটন দিয়ে শুরু হলো বাংলাদেশ টিমের যাত্রা। প্রথম ইনিংসে বাংলাদেশ বোলিংয়ে ভালো করে। তাই বলে কোনো নিয়মিত পারফর্মারের কারণে নয়।

নতুন মুখ মিরাজের কল্যানে ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করতে সমর্থ হয় বাংলাদেশ। টেস্টে ৫০০-৬০০ রান করার সক্ষমতা থাকা চাই।

কিন্তু কোথায় সেখানে বাংলাদেশ? এ যাত্রায় বাংলাদেশ কতকাল শিশু হয়ে থাকবে। ২২২ রানেই ৬টি উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই সাকিব উইকেট বিসর্জন দিয়ে ফেরেন প্যাবিলিয়নে। ক্রিকেটে সাকিবের ব্যক্তিগত বেশ কিছু অর্জন আছে।

দলের প্রয়োজনে এবার ভালো করতে পারলেন না। প্রথম ইনিংনে নিজেদের বোলিং সেসনে এত ভালো করার পরেও এখন উল্টো বিপদের দিকে যাচ্ছে বাংলাদেশই।

পাকিস্তান যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে। সেখানে ৭৫ ওভারের খেলা শেষ না হতেই পণ্ড হচ্ছে দেশের ব্যাটিং লাইন আপ।

এসবই বলছে কিছুই শেখার হয়নি যেন! এখনো অনেক বাকি। আলোর আভা দেখতে হলে আরও করতে হবে সাধনা। সর্বশেষ খবরে খেলার চিত্র হলো-৭৬.১ বলের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২২২ রান বাংলাদেশের। মাঠে নেতৃত্ব ইংলিশদের।
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে