শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০১:৩৮:৪৭

স্ত্রীর দেশে খেলতে এসে ব্যাট হাতে ফের কই মাছের প্রাণ মঈন আলী

স্ত্রীর দেশে খেলতে এসে ব্যাট হাতে ফের কই মাছের প্রাণ মঈন আলী

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান বল করেন। উঠে গেলে মঈন আলীর ব্যাট। সেটি ধরেছিলেন শর্ট লেগের ফিল্ডার মুমিনুল হক। আপিল। একটা কনফিউশন। মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে পাঠালেন সিদ্ধান্ত।

রিপ্লে দেখে থার্ড আম্পায়ার জানালেন, 'মঈন নট আউট'। স্ত্রীর দেশে খেলতে এসে ব্যাট হাতে ফের কই মাছের প্রাণ মঈন আলী।

শনিবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তখন মঈন ব্যক্তিগত ৬ রানে দাঁড়িয়ে। এ নিয়ে এই ম্যাচে ৬বার থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে গেলেন। শুরুতেই ৩ উইকেট হারানো ইংল্যান্ড বাঁচলো বিপদ থেকে। কিন্তু মঈন আউট নন কেন?

ক্রিকেট আইনের ৩২ নম্বর ধারায় ক্যাচ সম্পর্কে বলা হচ্ছে, "ফিল্ডারের রক্ষামূলক হেলমেটে বল আগে লাগলে এটা পরিচ্ছন্ন ক্যাচ নয়। বল খেলার অবস্থাতেই থাকবে।" মঈনের ব্যাট হয়ে বলটা আগে লেগেছিল মুমিনুলের হেলমেটে। তারপর ক্যাচটা কমপ্লিট করেছিলেন। ভাগ্য বটে মঈনের!

তবে এটাকে ডিআরএস বলা যাবে না। আম্পায়ারের রেফারেল এটি। ডিআরএস ব্যবহার করে প্রথম ইনিংসে ৫টি রিভিউতে বেঁচে গেছেন মঈন। ওই ইনিংসের সর্বোচ্চ রান করেছিলেন তিনি।
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে