শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৩:২৩:১৩

একটুর জন্য পারলেন না মিসবাহ

একটুর জন্য পারলেন না মিসবাহ

স্পোর্টস ডেস্ক : আগের দিন ৯০ রান ক্রিজে ছিলেন। আশা করেছিলেন সেঞ্চুরি করবেন। কিন্তু হলো না। একটুর জন্য পারলেন না মিসবাহ। শতকের মাত্র ৪ রান দূরে থাকতে বিদায় নিয়েছেন।

পাকিস্তান অবশ্য এখনো ভালো অবস্থায় আছে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। সরফরাজ আহমদ ৪৫ এবং মোহাম্মদ নওয়াজ ১৬ রান নিয়ে ক্রিজে আছেন।

আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান আজ শুরু করেছিল ৪ উইকেটে ৩০৪ রান নিয়ে। ইয়াসির আরাফাত আজই রানের খাতা খোলেন। তিনি অবশ্য খারাপ করেননি। তিনি ২৩ রান করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২৭ রান করেছেন ইউনিস খান।

তিন টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তান জিতে ১-০-এ এগিয়ে রয়েছে। এর আগে টি২০ এবং ওডিআই সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে।
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে