স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বটাকে যারা বরাবর শাসন করে আসছে, তাদের সাথে টক্কর দিতেই ২০০৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশব্যাপি ভালো এবং প্রচুর স্প্রীডে বল করতে পারে এমন বোলারদের খুঁজে বের করার একটা কার্যক্রম হাতে নিয়েছিল। সেবার স্পন্সর ছিল গ্রামিনফোন। তাই পেসার খোঁজার ওই মিশনের নাম ছিল গ্রামীণফোন পেসার হান্ট’। সে সময়ের ওই কার্যক্রম থেকে উঠে এসেছিল আজকের রুবেল হোসেন কিংবা শফিউল ইসলামের মতো বোলার। বিসিবি এবারও নতুন রুবেলদের সন্ধানে আবার পেসার হান্ট কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছে।
বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘পেসার হান্ট কার্যক্রমটা আমরা আবারো শুরু করতে যাচ্ছি। এবার এ কার্যক্রমে স্পন্সর হিসেবে পাচ্ছি ‘রবি’কে। তবে, কবে থেকে পেসার হান্ট শুরু হবে তা এখনো চুড়ান্ত হয়নি।’
সর্বশেষ ২০০৫ এবং ২০০৭ সালে জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরানের তত্ত্বাবধানে ‘গ্রামীণফোন পেসার হান্ট’ কার্যক্রম পরিচালিত হয়েছিল। যা থেকে উঠে এসেছিলেন রুবেল হোসেন, শফিউল ইসলামদের মতো পেসাররা। নতুন পেসার হান্ট নিয়ে তাই আশায় বুক বাঁধতেই পারেন তরূণ পেসার ও ক্রিকেটপ্রেমীরা!
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ