সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১২:১৯:৪৭

হারের এক কারণ ধর্মসেনার ডিআরএস ও এলবিডব্লিয়ের নিয়ম!

হারের এক কারণ ধর্মসেনার ডিআরএস ও এলবিডব্লিয়ের নিয়ম!

স্পোর্টস ডেস্ক:  টাইগারদের হারের এক কারণ ধর্মসেনার ডিআরএস বিভ্রাট ও এলবিডব্লিয়ের নিয়ম! বল পিচ করেছে অফ স্টাম্পের বাইরে, প্যাডে লেগেছে লাইনে, স্টাম্পে পুরো হিটিং। বল পিচ করেছে অফ স্টাম্পের বাইরে, প্যাডে লেগেছে লাইনে, স্টাম্পে পুরো হিটিং।

এলবিডব্লিউ-এর নিয়মে প্রথম ধাপ হলো বল যদি অফ স্টাম্পের বাইরে পিচ করে তাহলে ওইটা আউটের জন্য প্রথম ধাপ বলে গণ্য হবে (যদি পরের দুইটাও ফুলফিল করে)। লেগ স্টাম্পের বাইরে পিচ করলে হবে না।

দ্বিতীয় ধাপ হলো, ব্যাটসম্যান যদি শট অফার করে তাহলে বল স্টাম্পের লাইনের মধ্যে প্যাডে লাগতে হবে। আর যদি শট অফার না করে তাহলে স্টাম্পের লাইনে অথবা অফ স্টাম্পের বাইরের লাইনে প্যাডে লাগলেও হবে। তৃতীয় ধাপ হলো, বল স্টাম্পে লাগতে হবে।

তাইজুলের ক্ষেত্রে কিন্তু তিনটা নিয়মই খেটেছে। বল পিচ করেছে অফ স্টাম্পের বাইরে, প্যাডে লেগেছে লাইনে, স্টাম্পে পুরো হিটিং। সুতরাং ওটা সাধারণ নিয়মেই এলবিডাব্লিউ। আম্পায়ার যা-ই কল দিক না কেন, ওটা আউট।

শফিউলের আউটে প্রথম ধাপ প্রযোজ্য, দ্বিতীয় ধাপে আম্পায়ার মনে করেছে যে শফিউল কোন শট অফার করেনি (যদিও শফিউল ছেড়ে দিতে গিয়ে একেবারে শেষ মুহূর্তে ব্যাট নামিয়েছিলো), যেহেতু আম্পায়ার মনে করেছে সে বল ছেড়ে দিয়েছিলো সুতরাং দ্বিতীয় ধাপের 'শট অফার না করার' শর্ত প্রযোজ্য হবে। আর তৃতীয় ধাপ হচ্ছে, উইকেটে লাগা নিয়ে। ডিআরএস-এর নিয়ম হলো, আম্পায়ারস ডিসিশন রিভার্স করতে গেলে সবগুলো পুরো হান্ড্রেড পার্সেন্ট হতে হবে।

কিন্তু, বলটা ৫০% এর কম উইকেটে লাগতো। এজন্যে আম্পায়ারস কল। যদি আম্পায়ারস কল নট আউট থাকতো তাহলে ওটা আউট হতো না। ওই সিদ্ধান্তটা ফিফটি-ফিফটি ছিল। যদি ওখানে আম্পায়ার আউট না দিতো তখন নট আউট হতো। যেহেতু আম্পায়ার আউট দিয়ে দিয়েছে তাই ডিসিশন রিভার্স করা যায়নি।

তাইজুলের আউটটা যেকোনভাবেই আউট। কোন বিতর্ক নেই। শফিউলেরটা আম্পায়ার আউট না দিলে আউট হতো না। যেহেতু আম্পায়ার দিয়ে দিয়েছে তাই 'উইকেট হিটিং' বা 'আম্পায়ারস কল' হওয়ায় রিভার্স করা যায়নি!  রিভার্স করতে হলে কমপ্লিটলি মিসিং হতে হতো!

এখানে ধর্মসেনাকে দোষ দিয়ে লাভ নেই। সে আগে তার অনেকগুলো সিদ্ধান্ত আমাদের পক্ষে এসেছে। এটা বিপক্ষে গেছে। আমাদের দুর্ভাগ্য!

আরেকটা প্রশ্ন একজন জিজ্ঞেস করেছেন যে, লেগ স্টাম্পের বাইরে বল পিচ করলে কেন আউট হবে না? এই নিয়মের যৌক্তিকতা কী? এই নিয়ম না থাকলে তো শেন ওয়ার্ন, মুরালির উইকেট থাকতো ২০০০!

সব পেসাররা রাউন্ড দ্যা উইকেট এসে লেগ স্টাম্পের বাইরে পিচ করিয়ে পা বরাবর বল করতো! লজিক্যালি, প্র্যাকটিক্যালি চিন্তা করেন। শোয়েব আখতার অথবা মালিঙ্গা স্লিঙ্গি অ্যাকশনে রাউন্ড দ্যা উইকেটে এসে লেগ স্টাম্পের বাইরে বল পিচ করিয়ে পা বরাবর বল করে যাচ্ছে। ক্রস ব্যাট এতো সোজা না। ব্যাটসম্যান বলে বলে আউট হবে!

তাহলে ব্যাটসম্যানেরা কখনো রান করতে পারবে না। উইকেট ব্যাপারটাই হবে সস্তা। এজন্যে নিয়মে লেগ স্টাম্পের বাইরে বল পিচ করলে আউট হওয়া ব্যাপারটাই নেই। তাহলে ক্রিকেট হয় না।-খেলাধুলা
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে