সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০১:২৯:৫৬

দুই দলই কৃতিত্বের দাবিদার: কুক

দুই দলই কৃতিত্বের দাবিদার: কুক

স্পোর্টস ডেস্ক : টাইগারপ্রেমীদের কিছুটা শান্ত করতে পারে ইংল্যান্ড দলনেতা অ্যালিস্টার কুকের বক্তব্য। টেস্টে ইংল্যান্ডকে কোনো সময়ই হারাতে পারেনি বাংলাদেশ।

এবার সে সুযোগ এসেছিলো। পরে হাত ফসকে বেরিয়ে যায়। দীর্ঘ দিন পর টেস্ট খেলতে নেমে পঞ্চম দিনের নাটকীয়তা শেষে আজ হেরে গেছে টাইগাররা।

চট্টগ্রাম টেস্টে জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের কৃতিত্ব দিতে ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা সত্যিই বেশ দারুণ একটি ম্যাচ ছিল। আমাদেরকে পঞ্চম দিন পর্যন্ত মাঠে লড়াই করতে হয়েছে। এটা বেশ কঠিন একটি ম্যাচ ছিল। দুই দলই কৃতিত্বের দাবিদার।’

চট্টগ্রামে বিরূপ কন্ডিশনের বিপক্ষে ব্যাট বলে দারুণ পারফর্মের জন্য সতীর্থদের প্রশংসা করে কুক বলেন, ‘দলের খেলোয়াড়দের আক্রমন ও খেলার বৈশিষ্ট্য দেখে আমি মুগ্ধ হয়েছি। আমরা নতুন বলের অপশন পেয়েছিলাম যা স্পিনাররা ব্যবহার করতে পারতো। এটা অসাধারন একটি ম্যাচ ছিল এর জন্য আমাদের সমর্থকদের ধন্যবাদ দিতে চাই।’

চট্টগ্রাম টেস্টের ম্যান অব দ্যা ম্যাচ বেন স্টোকসকে নিয়ে কুক বলেন, ‘বলের সঙ্গে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে স্টোকস দলে সমতা এনেছেন। সে অসাধারণ মানের একজন ক্রিকেটার। স্পিনাররাও বেশ ভালো খেলেছে। আমার মনে হয় আমরা সঠিক খেলাটাই খেলেছি। টেস্ট ক্রিকেটে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়। এজন্যই আমি বলি টেস্ট ক্রিকেট কি অসাধারণ।
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে