বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৭:৫৯:১৭

উর্দুতে কথা বলার কারণ ব্যাখ্যা দিলেন ক্রিকেটার সালমা

উর্দুতে কথা বলার কারণ ব্যাখ্যা দিলেন ক্রিকেটার সালমা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক তারকা ক্রিকেটার সালমা খাতুন পাকিস্তান সফরে এক সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলে বিসিবির নির্দেশ অমান্য করেছেন। এমন খবর প্রথম প্রকাশিত হয় পাকিস্তানের 'এক্সপ্রেস ট্রিবিউন' নামে একটি সংবাদপত্রে। এরপর দেশের গণমাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হবার পর সমালোচনার ঝড় ওঠে ভক্ত সমর্থকদের মাঝে।

তবে বুধবার দেশে ফিরে গণমাধ্যমকে সালমা বলেন, ‘সবাই বলছে আমি নাকি প্রেস কনফারেন্সে উর্দুতে কথা বলেছি। আসলে তা না, আমি বাংলায় কথা বলেছি। ম্যানেজার ওদেরকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে একটা সময়ে ম্যানেজার সাথে ছিলেন না। তখন হয়তো আমি এক মিনিট উর্দুতে বলছি, এ ছাড়া আমি কোথাও কিছু বলিনি। টসে হেরে যাবার পর কথাটা হয়েছে।’

যদিও এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া ঐ সাক্ষাতকারে বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হীরা জানিয়েছিলেন সাক্ষাৎকার কিংবা সংবাদ সম্মেলন, সব ক্ষেত্রেই শুধুমাত্র বাংলা ও ইংরেজিতে কথা বলার জন্য  নির্দেশনা ছিল সালমাদের কাছে। অন্যদিকে সালমা দাবি করছেন ম্যানেজার না থাকাতেই অল্প সময়ের জন্য উর্দু বলতে হয়েছিল তাকে। এখন দেখার অপেক্ষা, এ ব্যাপারে বিসিবি কি পদক্ষেপ নিতে যাচ্ছে!
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে