সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৩:১৩:২৪

সেই স্টোকসই সবার আগে সান্তনা দিতে এলেন সাব্বিরকে

সেই স্টোকসই সবার আগে সান্তনা দিতে এলেন সাব্বিরকে

স্পোর্টস ডেস্ক : সফিউলের আউটের পর লুটিয়ে পড়ার অবস্থা সাব্বিরের। বোলার ছিলেন বেন স্টোকস। স্বপ্নটা বুকের মাঝে লুকিয়ে রেখেছিলেন। হয়ত রাতভর কাটিয়ে দিয়েছিলেন স্বপ্নজয়ের মুহূর্তটা ভেবে ভেবেই। তাই যখন চোখের সামনে স্বপ্নভঙ্গ হল- তা মেনে নিতে কষ্ট হচ্ছিল সাব্বির রহমানের।

রোববার দিনের শেষ সময়টা যদি সামলে না থাকতেন, তাহলে হয়ত কালই স্বপ্নের মৃত্যু হত। কিন্তু কিছু কৌশলে বেঁচে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তাই বাংলাদেশের আশাটাও জাগিয়ে রেখেছিলেন তিনি। তবে আজ শেষ রক্ষা হল না, ক্রিজের অপর প্রান্তে থেকে শুধু আফসোস করে গেলেন সাব্বির।

সঙ্গী তাইজুল যখন বেন স্টোকসের বলে আউট হলেন ক্রিজে ব্যাট ঠুকে বসে পড়লেন সাব্বির। তিলে তিলে স্বপ্নের মৃত্যুর স্বাক্ষী হয়ে রইলেন তিনি।

তারপর এলেন শফিউল ইসলাম। অপরপ্রান্ত থেকে শুধু ক্রিজের এইপ্রান্তে আসার অপেক্ষাই হয়ত করছিলেন। কারণ তিনি থাকলে বাকি রান সংগ্রহটা সহজ হত।

কিন্তু কফিনে শেষ পেরেকটা তখনই ঠুকলেন বেন স্টোকস। ভেঙ্গে পড়লেন সাব্বির। আবারও বসে পড়লেন একই ভঙ্গিতে। তাকে এভাবে দেখে সান্তনা দিতে প্রথমে এগিয়ে এলেন বেন স্টোকস।

চট্টগ্রাম টেস্টের নায়ক তিনিই। পুরো টেস্টে ৬টি উইকেট শিকার করেছেন এই মিডিয়াম পেসার। স্টোকসের পর একে একে অন্য ইংলিশ ক্রিকেটররাও তাকে সান্তনা দেন।

ততক্ষণে অবশ্য নিজেকে সামলে নিয়েছেন সাব্বির। ইংলিশ ক্রিকেটারদের সাথে হাত মিলিয়ে মাঠ ছাড়েন এই অভিষিক্ত ব্যাটসম্যান।
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে