স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা বোলারদের মধ্যে অধিকাংশই পেসার। ওয়াশিম আকরাম থেকে শুরু করে ওয়াকার, শোয়েব, সামি কিংবা আসিফ, আমিররাও ছিল পেসার। আর অলরাউন্ডারের মধ্যে এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে শহিদ আফ্রিদি ও শোয়েব মালেক। তবে এই দুই অলরাউন্ডারের চেয়েও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে পেয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ে সফরে গিয়ে নিজ দলকে সিরিজ জেতাতে অসারণ ভূমিকা ছিল নতুন আফ্রিদি খ্যাত স্পিনার বিলাল আসিফের।
তবে ঝলক দেখানো স্পিনার বিলাল আসিফের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ের সময় তার ক্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচের আম্পায়াররা।
৩০ বছর বয়সী এই অফ স্পিনারের বোলিং যাদুতেই সিরিজের শেষ ওয়ানডে বড় ব্যবধানে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত হয় পাকিস্তানের। সে ম্যাচে বিলাল আসিফ ২৫ রানে ৫ টি উইকেট শিকার করেন। ম্যাচ শেষে সে ম্যাচের অফিসিয়ালরা বিলালের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহজনক রিপোর্ট দেন ম্যাচ রেফারির কাছে।
পাকিস্তানকে সিরিজে জয়ের স্বাদ এনে দেয়ার আনন্দটা পুরোপুরিভাবে উদযাপন করতে পারেননি আসিফ। কারণ, তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, তৃতীয় ওয়ানডের পর আসিফের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। এই নিয়ে পরবর্তী প্রক্রিয়া কি হবে তা আইসিসির সাথে আলোচনা করবো আমরা।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ