বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৮:৪৪:২০

আবারো মাঠ কাঁপালেন আগামীদিনের মাশরাফি

আবারো মাঠ কাঁপালেন আগামীদিনের মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামের আদ্যক্ষরের সঙ্গে বেশ মিল—‘ম’ রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের মেহেদী হাসান মিরাজের নামটা। দুজনই এসেছেন খুলনা বিভাগ থেকে। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ পাচ্ছে একের পর এক সাফল্য। মেহেদীর ক্ষেত্রেও তা-ই। তার নেতৃত্বেই যে দেশ-বিদেশে একের পর এক জয় পাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল। ক্রিকেটীয় দিক বিবেচনা করলে এসব মিল হয়তো খুব গুরুত্বপূর্ণ নয়। তবে মাঠে ও মাঠের বাইরে দুজনের চরিত্রগত অনেক মিল খুঁজে পাওয়া যাবে। চলমান জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে দারুণ সময় কাটাছেন মিরাজ। তারা বোলিং তোপে পড়ে ঢাকা বিভাগ ইনিংসেই গুড়িয়ে যায়।

মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মিরাজের দল। তারা তুলে ৪৫৫ রান। সেঞ্চুরি করেন মোহাম্মদ মিঠুন। তার সেঞ্চুরিটা মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি হতে পারেনি। এ ছাড়া হাফ সেঞ্চুরি করেছেন তুষার ইমরান ও মিরাজ।

ঢাকা মহানগর প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২৭১ রানে। সর্বোচ্চ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ৬৬ রান করে অপরাজিত থাকেন শরিফুল্লাহ। ঢাকা মহানগরের ইনিংস গুড়িয়ে দেন মিরাজ। হাফ সেঞ্চুরির পর বল হাতেও যাদু দেখান তিনি। ২৩.৩ বলে ৬১ রান দিয়ে তুলে নেন ঢাকার ছয়টি উইকেট।

ব্যাটে বলে মিরাজের জ্বলে উঠার ম্যাচে শক্ত অবস্থানে আছে তার দল খুলনা। নেতৃত্বগুণের পাশাপাশি ক্রিকেটীয় দক্ষতায়ও সমসাময়িক সবাইকে ছাড়িয়ে দ্রুতই তারকা দ্যুতি পেয়ে যাচ্ছেন মিরাজ।
৭ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে