স্পোর্টস ডেস্ক: পাকিস্তানদের তারকা ক্রিকেটার শোয়েব মালিক সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১০ সালে। তবে দীর্ঘ পাঁচ বছর পর তিনি আবারো টেস্ট দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬তম সদস্য হিসেবে দলে যুক্ত হয়েছেন মালিক। সম্প্রতি তার অসাধারণ ব্যাটিং দেখেই টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট দলে নেওয়ার অনুরোধ করে। এর ভিত্তিতেই নির্বাচকরা মালিককে দলে নেন।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আবু ধাবিতে শুরু হবে আগামী মঙ্গলবার। দুবাইয়ে পরের ম্যাচ ২২ অক্টোবর আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এক নভেম্বর শুরু হবে শারজাহয়।
পাকিস্তানের টেস্ট দল: আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলি, মোহাম্মদ হাফিজ, ফাওয়াদ আলম, আসাদ শফিক, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, রাহাত আলি, জুনায়েদ খান, শোয়েব মালিক।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ