স্পোর্টস ডেস্ক: নিরাপত্তাহীনতার অযুহাতে অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত সিরিজ বাতিল করলেও আগামী নভেম্বর মাসেই টেস্ট খেলতে ঢাকায় উড়ে আসবে জিম্বাবুয়ে। মূলত অস্ট্রেলিয়া ক্রিকেট দল অক্টোবরের বাংলাদেশ সফর স্থগিত করায় জানুয়ারির আগে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সূচিতে ছিল না বাংলাদেশের। দীর্ঘদিনের এই বিরতি যাতে না পড়ে তাই জানুয়ারির জিম্বাবুয়ে সিরিজের কিছু অংশ নভেম্বরে এগিয়ে আনার চিন্তাভাবনা ছিল বিসিবির।
এবার বিসিবি সভাপতি জানালেন টেস্ট সিরিজটা নভেম্বরে খেলার আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়েও। বুধবার সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘নভেম্বরে টেস্ট সিরিজ খেলার জন্য আসতে রাজি হয়েছে জিম্বাবুয়ে। নয় অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি মিটিংয়ে জিম্বাবুয়ের অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করা বিষয়টি চুড়ান্ত করা হবে। এটি জিম্বাবুয়ের সঙ্গে জানুয়ারিতে যে সিরিজ আছে সেটির অংশ। এখন শুধু টেস্ট হবে, দুটি টেস্ট হবে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে হবে আগের সময়ে। টেস্ট দুটি হতে পারে চট্টগ্রাম ও ঢাকায়।’
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ