মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০৯:৫১:৩১

জয় : পাকিস্তান ৮২, ভারত ৫৪, ইতিহাস মুছে ফেলা হচ্ছে!

জয় : পাকিস্তান ৮২, ভারত ৫৪, ইতিহাস মুছে ফেলা হচ্ছে!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক হকিতে দীর্ঘ ৭০ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বৈরথ বড় ম্যাচ রূপে চিহ্নিত হতো। কিন্তু আন্তর্জাতিক হকির নিয়ামক সংস্থা এফআইএইচ এক কলমের খোঁচায় এই ঐতিহাসিক দ্বৈরথের যাবতীয় তথ্য ও নথি উড়িয়ে দিতে তৎপর হয়েছে। লাখ লাখ হকি প্রেমী এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকেন।

গত রোববারেও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় হকি প্রেমীদের মধ্যে তীব্র উন্মাদনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচ হলে হাউসফুল হয়ে যায় গ্যালারি। এই ম্যাচের টিভি সম্প্রচারেও আর্থিকভাবে লাভবান হয় এফআইএইচ।

দু’টি দেশ ১৬৬ বার বিশ্বের বিভিন্ন শহরে মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে ৮২বার। পক্ষান্তরে ভারত জয় পেয়েছে ৫৪ বার। ৩০টি ম্যাচ ড্র হয়েছে। এফআইএইচ ঠিক করেছে, হকির এই ইতিহাস তাদের সংগৃহীত নথিভাণ্ডার থেকে মুছে ফেলা হবে।

কেবলমাত্র ৪৬টি ভারত-পাকিস্তান ম্যাচের ভিডিও ক্লিপিংস আপাতত সংরক্ষিত হয়েছে তাদের কাছে। এই দু’টি দেশের মুখোমুখি সাক্ষাতে মোট ৩২১টি গোল করেছে ভারতীয় খেলোয়াড়রা। এরমধ্যে মাত্র ৯৮টি গোলকে সরকারী স্বীকৃতি দিয়েছে এফআইএইচ। অর্থাৎ, ভারতীয়দের করা ২২৩টি গোল তারা বাতিলের খাতায় ফেলে দিয়েছে।
বার্লিন ওলিম্পিকসে হকির জাদুকর ধ্যানচাঁদের গোলগুলি অবশ্য রক্ষা পেয়েছে।

সরকারি স্বীকৃতি ম্যাচগুলির নথি ঘেঁটে দেখা যাচ্ছে, ভারত জিতেছে ১৯টি ম্যাচে। পাকিস্তান জয়ী হয়েছে ২৫টিতে। গত ছয় দশকে দু’দেশের মধ্যে ড্র হয়েছে মাত্র তিনটি ম্যাচ।
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে