স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে লিউনেল মেসি সব জায়গায় সম্মান পেলেও তার পরিবার কোন না কোন অপরাধ করেই যাচ্ছে। ক’দিন আগে তার ভাইকে পুলিশ আটক করেছে এবার শোনা যাচ্ছে মেসির বাবার নাকি জেল হবে। কারণ মেসির বাবার বিরুদ্ধে আরোপিত কর ফাঁকির মামলাটি নতুন মোড় নিয়েছে। তাই ধারণা করা হচ্ছে আইনের হাত থেকে মেসি রেহাই পেলেও তার বাবার হয়তো জেল হতে পারে।
ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, স্প্যানিশ আইনজীবীরা নাকি মেসির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছেন। তাদের মতে, কর ফাঁকি দেওয়ার ব্যাপারে কিছুই জানতেন না মেসি। পুরো ঘটনার পিছনে আছেন মেসির বাবা জর্জ মেসি।
অভিযোগ অনুযায়ী, ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে বার্সা মহাতারকা ৪.১ মিলিয়ন ইউরো কর দেননি। গোটা ক্যারিয়ারে মেসির এজেন্ট হিসেবে থেকেছেন তার বাবা। তাই মেসির আর্থিক দায়দায়িত্ব তিনিই সামলাতেন বলে মনে করের স্প্যানিশ আইনজীবীরা।
যদি আদালতে মামলা ওঠে, তা হলে সাক্ষ্য দিতে হবে মেসিকে। অভিযোগ প্রমাণিত হলে জর্জ মেসির আঠারো মাসের জেল হতে পারে। সঙ্গে ২ মিলিয়ন ইউরো জরিমানাও দিতে হতে পারে তাঁকে।
সূত্রঃ বিবিসি
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ