স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন এবার টি-২০ ক্রিকেটে সকল ভারতীয়কে পেছনে ফেলে শীর্ষ উইকেট শিকারী বোলার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স ও ফাফ দু প্লেসিস অশ্বিনের শিকার হন।
২০১০-১৫ পর্যন্ত টানা পাঁচ বছরে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ২৮টি ম্যাচ খেলেছেন অশ্বিন। তার উইকেটের সংখ্যা দাড়িয়েছে ২৯। এর আগে ইরফান পাঠানের ছিল ২৪টি উইকেট। ২৮টি ম্যাচ খেলেছিলেন পাঠান। অশ্বিন-পাঠানের পর তিন নম্বরে রয়েছেন হরভজন সিং (২৭ ম্যাচে ২৪ উইকেট)। চারে যুবরাজ সিং (৪০ ম্যাচে ২৩টি)। পাঁচে যৌথ ভাবে অশোক দিন্দা (নয়ম্যাচে ১৭টি) ও জাহির খান(১৭ ম্যাচে ১৭)।
সূত্রঃ ক্রিকেট কান্ট্রি
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ