বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১০:৫০:২৭

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আগামী ২০১৮ সালে রাশিয়াতে বসবে পরবর্তী বিশ্বকাপের আসর। সময়ের হিসাবে তাও প্রায় বছর তিনেক বাকি। কিন্তু ইতোমধ্যেই রাশিয়া বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। শুরুর অপেক্ষায় বাছাই পর্বের লড়াই। সবার চোখ আপাতত এখন লাতিন আমেরিকার দিকে। বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপ বাছাই পর্বের রোমাঞ্চকর লড়াইয়ে মাঠে নেমে পড়বে ব্রাজিল-আর্জেন্টিনার মতো ফুটবল পরাশক্তিরা। শুরু হবে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে টিকিট পাওয়ার জন্য ময়দানী লড়াই।

আন্তর্জাতিক সময় অনুযায়ী লাতিন আমেরিকার বাছাই পর্ব শুরু হবে আট অক্টোবর থেকে। তবে বাংলাদেশ সময়ের হিসাবে তা গড়িয়ে যাবে নয় অক্টোবর। অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই শুরু হবে মিশন। লাপাজে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বলিভিয়া ও উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত দুইটায়। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ শুরু হবে আরও দেরিতে।

অর্থাৎ শুক্রবার ভোর ছয়টায় বুয়েন্সএইরেসে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ভোর সাড়ে পাঁচটায় ব্রাজিলকে আতিথিয়েতা দেবে চিলি। শুরুর দিনে রয়েছে আরও দুটি ম্যাচ। বৃহস্পতিবার রাত আড়াইটায় মুখোমুখি হবে কলম্বিয়া ও পেরু। ভেনিজুয়েলা-প্যারাগুয়ে ম্যাচ শুরু হবে রাত তিনটায়।

অন্যান্য মহাদেশে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্বের খেলা হলেও ব্যতিক্রম শুধু দক্ষিণ আমেরিকা অঞ্চল। এখানে একটি গ্রুপেই হয়ে থাকে খেলা। এবার লাতিন আমেরিকা থেকে মোট ১০টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে লড়বে একই গ্রুপে। দলগুলো হলো, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, বলিভিয়া, চিলি, উরুগুয়ে, পেরু, ইকুয়েডর, ভেনিজুয়েলা ও প্যারাগুয়ে।

প্রত্যেকটি দল সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতি দলের ম্যাচের সংখ্যা হবে ১৮টি। খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ চারটি দল টিকিট পাবে রাশিয়া বিশ্বকাপের। পঞ্চম স্থানে থাকা দলটি প্লেঅফ খেলার সুযোগ পাবে এশিয়ার কোন দেশের সঙ্গে।

ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বে এই গ্রুপে দল ছিল নয়টি। স্বাগতিক হওয়ায় বাছাই পর্ব খেলতে হয়নি ব্রাজিলকে। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার সঙ্গে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছিল কলম্বিয়া, চিলি ও ইকুয়েডর। আর পঞ্চম স্থানে থাকা উরুগুয়েকে প্লে অফ খেলে আসতে হয়েছিল এশিয়ার দেশ জর্ডানের সঙ্গে।

লাতিন আমেরিকা অঞ্চলে গত বিশ্বকাপ বাছাই পর্বে ছিল না ব্রাজিল। তবে এবার থাকছে সেলেকাও শিবির। বলা চলে ব্রাজিল-আর্জেন্টিনার ‍উপস্থিতিতে বাছাই পর্বে হবে ধুন্ধুমার একটা লড়াই। যেটাকে বলা যেতে পারে লিগ পদ্ধতিতে মিনি বিশ্বকাপও। তারকারও অভাব নেই। থাকছেন লিওনেল মেসি, নেইমার, হামেস রদ্রিগেজ, আলেক্সিস সানচেজ, সার্জিও অ্যাগুয়েরো, লুইস সুয়ারেজ, রাদামেল ফ্যালকাও, এডিনসন কাভানিদের বিশ্বকাঁপানো সব ফুটবলার। তবে শুরুতেই আর্জেন্টিনার জন্য কপালটা খারাপ। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর মিশনে খেলতে পারবেন না লিওনেল মেসি।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে কোন চারটি দল সরাসরি পাবে রাশিয়ার টিকিট, কোন দলটাকেই বা খেলতে হবে এশিয়ার কোন দেশের সঙ্গে  প্লে-অফ, কিংবা সামর্থ্য থাকা সত্ত্বেও কোন দলগুলি রাশিয়া বিশ্বকাপে থাকবে দর্শক, তা সময়ই বলে দেবে। মাঠের লড়াইয়ে নামতে এখন শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত লাতিন আমেরিকার প্রত্যেকটি দলই।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে