স্পোর্টস ডেস্ক : ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিক্স কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবিসি’র এক সূত্রে এই সংবাদ জানা যায়।
সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে গত মাসে ফৌজদারী তদন্ত শুরু করার পর এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে।
সুইস কর্তৃপক্ষের ব্ল্যাটারের বিপক্ষে অভিযোগ ছিলো, ৭৯ বছর বয়সী ব্লাটার ফিফার জন্য নেতিবাচক চুক্তি করেছেন। সেই সঙ্গে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের(ইউয়েফা) সভাপতি মিশেল প্লাতিনিকে অবৈধ উপায়ে অর্থ দিয়েছেন।
গত বছর ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে আনা দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ।
ব্লাটারকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে কি না সে সম্পর্কে আগামী শুক্রবার সিদ্ধান্ত নেবেন ফিফার এথিক্স কমিটির এডজুডিকেটরি চেম্বারের প্রধান হ্যান্স জোয়াকিম ইকহার্ট। তবে এই অভিযোগে মিশেল প্লাতিনিকেও অব্যাহতি দেওয়া হবে কি না সে সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি।
যদিও ব্লাটার তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছেন। ১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা ব্লাটার গত ২৯ মে পঞ্চমবারের মতো আবার তার পদে নির্বাচিত হন। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় গত ২ জুন তিনি ফিফা থেকে পদত্যাগ করছেন বলে জানান। আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ তিনি পদত্যাগ করতেন। সূত্র: বিবিসি
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে