বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ১১:১২:৫১

ওই হারের কারণে আমার এখনো অনেক খারাপ লাগছে: সাব্বির

ওই হারের কারণে আমার এখনো অনেক খারাপ লাগছে: সাব্বির

স্পোর্টস ডেস্ক : সেই স্বপ্ন ভঙ্গের মুহূর্ত নিয়ে কথা বলেছেন সাব্বির রহমান। সাব্বির বলেছেন, আমাদের জন্য প্রথম টেস্টে হার দুঃখজনক। এখনও আমার খারাপ লাগছে।

তবে একটা কথা না বললেই নয়, আমরা ইংল্যান্ডের সাথে ভালো খেলছি। আমরা প্রায় ১৪ মাস পর খেলতে নেমেছি, যেখানে প্রতিপক্ষ নিয়মিত খেলেছে। তবে বলতেই হবে ইংল্যান্ডের সাথে আমাদের পারফরমেন্স ভালো ছিল।'

তাইজুলকে বারবার স্ট্রাইক দেয়ার ব্যাপারে তিনি বলেন, 'আমি তার সাথে বারবার কথা বলছিলাম। সে অনেক আত্মবিশ্বাসী ছিল। সে ভালো খেলছিল। আমি ম্যাচ শেষ করে আসার পরিকল্পনা করছিলাম, তাই একা সব ঝুঁকি নিতে চাচ্ছিলাম না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাইজুল আউট হয়ে যায়।'

পিচ নিয়ে কোনো অসন্তোষ নেই সাব্বির রহমানের। বলেন, 'আমরা এ ধরণের পিচেই ঘরোয়া ক্রিকেট খেলে থাকি তাই আমার তেমন সমস্যা হয়নি। যদিও বল কিছুটা নিচু হয়ে আসছিল।'

ক্যারিয়ারের ব্যাপারে সাব্বির বলেন, 'আমি নিজেকে ভালো একজন অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চাই। আমি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনও করতে পারি। আমি সব ফরম্যাটে নিজের জায়গা পাকা করতে চাই।'
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে