বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০১:১৭:৫৪

বাংলাদেশ ইংল্যান্ডকে হারালে ক্রিকেটেরই মঙ্গল হতো: টেলিগ্রাফ

বাংলাদেশ ইংল্যান্ডকে হারালে ক্রিকেটেরই মঙ্গল হতো: টেলিগ্রাফ

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতলে সেটা টেস্ট ক্রিকেটের জন্যেই মঙ্গলজনক হতো বলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে মন্তব্য করেছেন দেশটির ক্রীড়া বিশ্লেষক জোনাথন লিউ।

জয়টি শুধু বাংলাদেশের সমর্থকদের জন্য নয়; সবার জন্যেই আনন্দের উপলক্ষ্য হতো উল্লেখ করে তিনি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে নতুন শক্তি উত্থানের ঘোষণা আসতো, এই খেলার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ছোট দেশগুলি অনুপ্রাণিত হতো, যা অপ্রকাশিত অনেক উদ্যামতাকে উম্মুক্ত করতো। এমনকি বাংলাদেশ ক্রিকেটে অতিরিক্ত বিনিয়োগও আসতো।’

গত সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চট্টগ্রাম টেস্টে মাত্র ২২ রানের অল্প ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড।

লিউ বলেন, ‘সোমবার ইংল্যান্ড ঘাম ঝরিয়ে জেতার পর আয়নায় আলোর ফ্ল্যাশ মতো আমার মনের ভেতর একটা অভিনব এবং বেআইনি (সম্ভবত ব্রিটিশ হিসেবে) চিন্তা পিটপিট করছে। চিন্তাটা এই, বাংলাদেশ জিতলে কি ব্যাপারটা খুব খারাপ হতো?’


তিনি আরো লিখেছেন, ‘স্বভাজাতভাবে আমি নিজেকে ধিক্কার দিতে পারি। শেষ দুটি উইকেট নিয়ে বেন স্টোকস জয় নিশ্চিত করতে পারে। তবে ভাগ্যের আবর্তে ঘুরতে ঘুরতে জয় পেয়েছে ইংল্যান্ড। আমি যতদিন ধরে ক্রিকেট খেলা দেখি ততদিন ধরেই ইংল্যান্ডের জয় চাই। তবে বাংলাদেশ যদি তাদের ২৮৬ রানের টার্গেট অতিক্রম করতে পারতো সেটা কোনো না কোনোভাবে মঙ্গলজনক হতো।’

এ ক্রীড়া বিশ্লেষকের মতে, বাংলাদেশের কাছে এ জয় তাদের ক্রীড়া সমৃদ্ধ ঐতিহ্যর জন্য আরেকটি মাইল নির্দেশক স্তম্ভ হতো। যে জয়ের গল্প তাদের প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকতো।
২৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে