বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০১:৫৮:৩৫

সাব্বিরের এন্ডোসকপির রিপোর্ট হাতে, মিরপুর টেস্টে খেলার বিষয়ে ডাক্তাররা যা বলেছেন

সাব্বিরের এন্ডোসকপির রিপোর্ট হাতে, মিরপুর টেস্টে খেলার বিষয়ে ডাক্তাররা যা বলেছেন

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে অসুস্থতা নিয়েই ব্যাটিং করেছিলেন সাব্বির রহমান। চতুর্থ দিন এবং শেষ দিন সকালে যে কয়েক মিনিট ব্যাট করেছিলেন, পুরোটা সময় ছিল তার পেটে ব্যথা।

ওষুধ খেয়ে ব্যথা কিছুটা কমিয়ে বেশ লম্বা সময় সময় ধরে ব্যাট করতে হয়েছিল তাকে। পরে এন্ডোসকপি করানো হয় তার।
আজ সকালে দলের সঙ্গে ঢাকায় ফেরার পর সাব্বিরকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।

সেখানে পেটে ব্যথার ধরন জানতে এন্ডোসকপি করা হয়েছে। তার রিপোর্ট ভালো। আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে সাব্বিরকে দেখা যেতে পারে।
 
বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আজ (বুধবার) সকাল ১১টায় সাব্বিরের এন্ডোসকপি করা হয়েছে। রিপোর্ট ভালো।

কিছুটা গ্যাস আছে। আজ সাব্বির বিশ্রামে থাকবে। আগামীকাল (বৃহস্পতিবার) সে অনুশীলন করবে। ইনশাল্লাহ, ঢাকা টেস্টে সাব্বির খেলতে পারবে।
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে