স্পোর্টস ডেস্ক : পেশাদারিত্ব কাকে বলে দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দু’টি ম্যাচ জিতে টুয়েন্টি ২০ সিরিজ় ইতিমধ্যেই পকেটে। তবু বিন্দুমাত্র শিথিলতা দেখাতে নারাজ। লক্ষ্য ইডেনে জিতে টুয়েন্টি ২০ সিরিজ ৩-০ ব্যবধানে জেতা।
আসলে সিরিজ় ২-১ হয়ে গেলে একদিনের সিরিজ়ের আগে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে ভারত। দক্ষিণ আফ্রিকা শিবির ধোনি ব্রিগেডকে কামব্যাকের সুযোগ দিতে নারাজ। তাই বিপক্ষকে কোনঠাসা করে রাখার নীতি অবলম্বন করতে চাইছে প্রোটিয়ারা।
শেষ টি ২০ ম্যাচ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের কথাতে সেই কথাই পরিস্কার। তিনি বলেন, “আমরা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছি। ৩-০ করতে দৃঢ়প্রতিজ্ঞ। একদিনের সিরিজ শুরুর আগে ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।”
সিরিজ ৩-০ করতে কতটা মরিয়া দক্ষিণ আফ্রিকা, অনুশীলনেই পরিষ্কার। অপশনাল অনুশীলন থাকলেও এ বি ডি’ভিলিয়ার্স ছাড়া সব ক্রিকেটারই হাজির অনুশীলনে। চূড়ান্ত পেশাদারিত্বের মোড়কে আড়াই ঘণ্টার অনুশীলন।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি