বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৩:০৩:১১

কোচ হয়েই ভারতে আসছেন পাকিস্তানের সাকলাইন মুস্তাক

কোচ হয়েই ভারতে আসছেন পাকিস্তানের সাকলাইন মুস্তাক

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে খেলার মাঠে অনেক লড়েছেন মুস্তাক। এবার নামছেন অন্যরকম লড়াইয়ে। কোচ হয়েই ভারতে আসছেন পাকিস্তানের সাকলাইন মুস্তাক। আগামী মাসে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘ তিন মাসের মত সেখানে থাকবে তারা।

এ সময়ে ভারতের স্পিন ঘূর্নী মোকাবেলা করতে পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুস্তাককে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আপতত ১৫দিন কুকদেও সঙ্গে থাকবেন সাকলাইন। আগামী ৯ নভেম্বর রাজকোটে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। সাকলাইন ভারতে টিমের সঙ্গে  যোগদেবেন ১ নভেম্বর। ‘আমার কাজ হচ্ছে ইংল্যান্ড স্পিনারদের ভারত সফরের জন্য তৈরি করে দেওয়া।

যেখানে পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে থাকে,’ নতুন দায়িত্ব পেয়ে  বলেন ৪৯ টেস্টে ২০৮ উইতেক পাওয়া এই পাকিস্তানি অফস্পিনার। ভারত সফরে যাঁর পারফরম্যান্স যথেষ্ট ঈর্ষণীয়। ১৯৯৯ সালে চেন্নাই ও কলকাতা টেস্টে ১০ উইকেট নিয়ে পাকিস্তানকে জিতিয়েছিলেন।

সাকলাইনও আশাবাদী, তাঁর উপস্থিতিতে ইংল্যান্ড প্লেয়ারদের সুবিধে হবে ভারত সফরে। যিনি শুধু আদিল রশিদ, মইন আলিদের সঙ্গে কাজ করবেন না। ইংরেজ ব্যাটসম্যানদেরও পরামর্শও দেবেন।

ভারতীয় স্পিনারদের কী ভাবে খেলতে হবে, বলে দেব আমি। কোনও সন্দেহ নেই, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আশা করছি, এতে ইংল্যান্ডের ক্রিকেটারদেও এতে সুবিধাই হবে।’ সাকলাইন কোথাও অশ্বিনের নাম আলাদা করে করেননি। কিন্তু ভারতীয় স্পিনার বলতে যে এখন কাকে বোঝায়, পাঁচ বছরের শিশুও জানে।

তবে সাকলাইন যে এই প্রথম স্পিন পরামর্শক হিসেবে কোনও টিমের সঙ্গে কাজ করেছেন, তা নয়। এর আগে ইংল্যান্ড তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ডের সঙ্গেও ছিলেন। গত বছর ইংল্যান্ডের স্পিন কোচ হিসেবে আরব আমিরাতে গিয়ে প্রবল অস্বস্তিতেও পড়তে হয়েছিল।  কেউ কেউ তাকে বিশ্বাসঘাতকও বলেছিলো। কারন সে বার ইংল্যান্ডের প্রতিপক্ষের নাম ছিল পাকিস্তান!
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে