বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৩:৪৮:৪৫

মিরপুরে টাইগার দলে অভিষেক হচ্ছে এই দুই নতুন মুখের!

মিরপুরে টাইগার দলে অভিষেক হচ্ছে এই দুই নতুন মুখের!

স্পোর্টস ডেস্ক : মিরপুরে দুই দেশের শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। এই টেস্টে একাদশ নিয়ে চিন্তার শেষ নেই টিম ম্যানেজম্যান্টের।

দুইজন নাকি এক পেসার নিয়ে মাঠে নামবে দল? এ ব্যাপারে এখনও পর্যন্ত সিদ্ধান্ত না আসলেও যতদূর জানা গেছে, তাতে ধারনা করা যায় মিরপুরে টাইগার দলে অষিষেক হচ্ছে এই দুই নতুন মুখের!

দলে জায়গা পেতে পারেন তরুণ অলরাউন্ডার মোসাদদ্দেক হোসেন সৈকত ও সুভাশীষ রায়। ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। দুজনই তরুণ।

দলে থাকা রাব্বির টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র ১টি। সদ্য শেষ হওয়া চট্টগ্রাম চেস্টে অভিষেক হয় তার। দুই ইনিংস মিলে উইকেট পান মাত্র ১টি। তারপরেও তাকে দলে রাখা হয়েছে। অন্যদিকে শুভাশীষ রায় কোনো ফরমেটেই জাতীয় দলের ক্যাপ পরেননি। মানে মিরপুরেও বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের বেহাল দশা।

চট্টগ্রামের মতো অতটা না হলেও মিরপুরের উইকেটও যথেষ্ঠ স্পিন সহায়ক হবে। আর এ কারণে এমন একজনকে একাদশে রাখতে চাচ্ছে টিম ম্যানেজম্যান্ট, যে কিনা স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও হাত আছে। শুভাগত হোম ও মোসাদ্দেক হোসেনকে দলে রাখা হয়েছে এ কারণে। তবে যতদূর জানা গেছে, শুভাগত হোম নন, মিরপুরে খেলতে যাচ্ছেন মোসাদ্দেক।

মোসাদ্দেক আফগানিস্তান সিরিজের শেষ দুই ওয়ানডে দলে ছিলেন। নিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ৪৫ রানের চমৎকার ইনিংস খেলার পর ১০ ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন। ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও। দুটি সিরিজেই যথেষ্ঠ দৃঢ়তা দেখান তিনি।

দুই বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি তার। খেলেছেন ১৮টি ম্যাচ। আর তাতেই তিনটি ডাবল সেঞ্চুরি! দেশের ক্রিকেট ইতিহাসে অন্য কারো এই রেকর্ড নেই। গত বছর এই কীর্তি গড়েন মোসাদ্দেক। ফেব্রুয়ারিতে জাতীয় লিগে রংপুরের বিপক্ষে খেলে ছিলেন ২৫০ রানের ইনিংস, এরপর চট্টগ্রামের বিপক্ষে ২৮৭। সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে অপরাজিত ২০০। এখন পর্যন্ত গড় ৭০.৮০!

চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যায় পরিণত মোসাদ্দেককে। আবাহনীর হয়ে ছয় নম্বরে ব্যাট করেন। বিপদের সময় কচি কাঁধে ভারি ওজন বহন করে বেশ কয়েকবার দলকে টেনে তোলেন।
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে