বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৩:৫৬:০১

মাশরাফিকে ভক্তের জড়িয়ে ধরা ছবিটি লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গার ফেসবুকে

মাশরাফিকে ভক্তের জড়িয়ে ধরা  ছবিটি লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গার ফেসবুকে

স্পোর্টস ডেস্ক: মিরপুরে শেরে-বাংলায় চলছে আফগানিস্তান ও বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচ। ম্যাচের মাঝপথে মাঠে ঢুকে পড়েন মেহেদী হাসান নামে এক ব্যাক্তি। তিনি আর কেউ নয়, সাধারণ একজন দর্শকমাত্র।

সেদিন ম্যাচের ২৯তম ওভারের সময় ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মেহেদী আচমকাই নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে দৌড়ে মাঠে ঢুকে চলে যান মাশরাফির কাছে। তারপর কয়েক সেকেন্ডের ব্যাবধানে টিভি ক্যামেরা ঘুরে গেল, মাঠের ভেতরে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পানে ছুটতে থাকা মেহেদীর দিকে। মাশরাফিও কিছু বুঝে উঠতে না পেরে ভালোবাসায় তাকে জড়িয়ে ধরলেন। ততক্ষণে সেখানে পৌঁছে যান নিরাপত্তা কর্মীরা। তারা মাশরাফির ওই 'পাগল' ভক্তকে ছাড়িয়ে নিতে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হাত তুলে তাদের ঠেকালেন মাশরাফি।

সর্বোপরি তাকে যখন নিয়ে যাচ্ছিল মাশরাফি সম্ভবত বলেছিলেন, ‘প্লিজ, আমার এই পাগল ভক্তটিকে কিছু বলবেন না।’

সেদিন ভক্তের সঙ্গে মাশরাফির উদার মনোভাব মুগ্ধ করেছে বাংলাদেশ তথা গোটা বিশ্বকে। দেখেছে মাশরাফি নামক সোনার মানুষের ব্যবহার।

স্মৃতির পাতায় ধরে রাখার মতো মাশরাফির সেই ছবিটি স্থান পেয়েছিল শ্রীলঙ্কান তারকা খেলোয়াড় উপুল থারাঙ্গার ফেসবুক ওয়ালেও। চলতি মাসের তিন তারিখে ছবিটি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন। আর ক্যাপশনে লেখেন, Respect mate. #MashrafeMortaza.
২৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে