বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৪:৩০:০৭

বাংলাদেশে না আসার মাশুল দিলেন অ্যালেক্স হেলস

বাংলাদেশে না আসার মাশুল দিলেন অ্যালেক্স হেলস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজে দলের সঙ্গে আসেননি ইংলিশদের নিয়মিত ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস।

মূলত বাংলাদেশের নিরাপত্তার অজুহাত দেখিয়ে দলের সঙ্গে আসেননি এই দুই ইংলিশ খেলোয়াড়। আর দলের সঙ্গে বাংলাদেশ সফরে না আসার মাশুল গুনতে হল অ্যালেক্স হেলসকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর ভারত সফরে যাবে ইংলিশরা। সেখানে প্রথমে ৫টি টেস্টে লড়বে এই দু’দল।

আর এই পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দলে নেয়া হয়নি এই ইংলিশ ওপেনারকে। তবে কেন তাকে নেয়া হয়নি সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত ভাবে জানা যায়নি।

হেলস না থাকলেও দলে আছেন ওপেনার বেন ডাকেট ও হাসিব হামিদ। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইনজুরির কারণে দলে নেই ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।

ইংল্যান্ড স্কোয়াডঃ অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জাফর আনসারী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জ্যাক বল, গ্যারি ব্যালেন্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটরক্ষক), বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ , জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।
২৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে