বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৪:৪২:৫০

সেদিন বাংলাদেশ জিতলে টেস্ট ক্রিকেটের জয় হতো: ব্রিটিশ সাংবাদিক

সেদিন বাংলাদেশ জিতলে টেস্ট ক্রিকেটের জয় হতো: ব্রিটিশ সাংবাদিক

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পরাজয়টা মেনে নিতে পারছেন না বিখ্যাত ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের ক্রীড়া সাংবাদিক জোনাথন লিউ। তেমনি ভুলতে পারছে না বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমী। টাইগারদের জন্য তাদের সহানুভূতি আছে। আছে ভালবাসা। সেই সহানুভূতি আর ভালবাসার টানেই বিষন্ন বিধ্বস্ত সাব্বিরকে সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন বিজয়ী ইংলিশ ক্রিকেটাররা। এবার জনাথন লিউ লিখলেন তার এই ম্যাচ দেখার অনুভূতি।

তিনি শুরুতেই লিখেছেন, নিজের দেশে হিসেবে আমি অবশ্যই চাইব ইংল্যান্ডের জয়। কিন্তু আমি বাংলাদেশি ক্রিকেটারদের দেখে কেমন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ইংল্যান্ড তো অনেক টেস্ট খেলে, অনেক সিরিজ জিতে; কিন্তু সেদিন মনে হয়েছিল রান তো মাত্র ২৮৬, কী এমন ক্ষতি হতো বাংলাদেশ জিতলে? আমার মনে হয়েছিল বাংলাদেশ জিতলে ভালই হতো। অন্তত এটা টেস্ট ক্রিকেটের জন্য মঙ্গলজনক হতো।

বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘদিন থেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করেন লিউ। তিনি জানেন বাংলাদেশ খেলে আবেগ দিয়ে। একইসাথে সেই আবেগে আক্রান্ত হয় কোটি ক্রিকেটপ্রেমী। তাই তিনি লিখেন, “জয়টা শুধু বাংলাদেশ দলের জন্য নয়, তাদের ভক্ত এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী নাগরিকদের জন্য ভাল হতো। ক্রিকেটে হয়তো আরও বিনিয়োগ হতো। চট্টগ্রাম টেস্ট ক্রিকেটের বিজয়গাঁথা হিসেবে প্রজন্মের পর প্রজন্ম সুবাস ছড়াত। টেস্ট ক্রিকেটে একটি ছোট্ট দেশ টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ পেত। সর্বোপরি বিশ্ব টেস্ট ক্রিকেটে নতুন প্রতিদ্বন্দ্বীর উত্থান হতো।”

নিজের বক্তব্যের পক্ষে আরও শক্তপোক্ত যুক্তি প্রদান করেন লিউ। তিনি লিখেন, “যদি আপনি সত্যিকারের ক্রিকেটপ্রেমী হন তবে শুধু নিজের দেশের মাঝেই আটকে থাকবেন না। আপনি তখন ক্রিকেটের মঙ্গল চাইবেন। আমি অবশ্যই আমার দেশকে সবার আগে সাপোর্ট করব। কিন্তু যখন দেখব কোন একটি দেশের ক্রিকেটাররা নিজেদের সর্ব্বোচ্চটুকু দিয়ে উন্নতির চেষ্টা করে যাচ্ছে তখন তাদের কেন সাপোর্ট দিব না? আমি ব্রিটিশ তাতে কী আসে যায়? আমরা কি ভুলে গেছি অবিভক্ত ভারত একসময় শাসন করত ব্রিটিশরা? এসব আন্তর্জাতিক ক্রিকেটের প্রশ্ন হওয়া উচিৎ। বারবার এসব প্রশ্ন উত্থাপন করলেই ক্রিকেট দশ দলের বৃত্ত  ভেঙ্গে বিশ্বজননীন হয়ে উঠবে।”

সবশেষে ক্রিকেটের বিস্তার এবং টেস্টে সকল দেশের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে এই বিখ্যাত ক্রীড়ালেখক লিখেছেন, “আপনি ব্রিটিশ হিসেবে নিজেদের ক্রিকেট দলের উন্নতি চাইছেন, কিন্তু ক্রিকেটের উন্নতি চাইছেন কী? নাকি শুধু মুশফিকুর রহিমের হতাশায় ক্লিষ্ট মুখখানি দেখে যেতে চান? টেস্ট খেলুড়ে দেশগুলো কি সমান সুযোগ পাচ্ছে? ক্রিকেটে এখন ব্যপকহারে রাজনীতি প্রবেশ করছে যা সত্যিই আশংকাজনক। বিভক্ত ক্রিকেটবিশ্বের সিদ্ধান্ত সার্বজনীন নয় তা প্রমাণ করতে আরও কিছু দরকার আছে? কালের কণ্ঠ
২৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে