বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৫:১০:২৪

মেসির বার্সেলোনা, রোনালদোর রিয়ালকে জরিমানা করেছে ফিফা

মেসির বার্সেলোনা, রোনালদোর রিয়ালকে জরিমানা করেছে ফিফা

স্পোর্টস ডেস্ক: অবৈধভাবে অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড়দের চুক্তিভুক্ত করার দায়ে সম্প্রতি স্প্যানিশ ক্লাব  লিওলেন মেসি বার্সেলোনা এবং রোনালদোর রিয়াল মাদ্রিদকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়াও  জরিমানা গুনতে হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে।

এদিকে, একম বয়সী খেলোয়াড়দের ট্রান্সফার সংক্রান্ত জটিলতায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দুই লাখ ২০ হাজার মার্কিন ডলারেরও বেশি জরিমানা করে ফিফা।

ফিফা জানিয়েছে, ২০০৭-১৪ সালের মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ২০০৫-১৪ সালের মধ্যে রিয়াল কম বয়সী খেলোয়াড় সঙ্গে চুক্তি করেছিল। বর্তমানে খেলোয়াড় চুক্তি বিষয়ে রিয়াল ও অ্যাথলেটিকোকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আগামী বছর ২০১৬-১৭ মৌসুম শেষে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে দুটি ক্লাবই স্পোর্টসের সর্বোচ্চ আইনি সংস্থা কোর্ট অব আরবিট্রেশনে এ ব্যাপারে আপিল করেছে।
২৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে