বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৫:২৭:২৮

ব্রিটিশ সংবাদপত্রের খবর, বাংলাদেশ-ইংল্যান্ড টেষ্টে ২টি বিশ্বরেকর্ড

ব্রিটিশ সংবাদপত্রের খবর, বাংলাদেশ-ইংল্যান্ড টেষ্টে ২টি বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বনান ইল্যান্ড টেষ্টে বারবারই আলোচনায় উঠে আসেন আম্পায়াররা। চট্টগ্রাম টেস্টে কত নাটকীয়তা হলো, বেন স্টোকস ও সাব্বির রহমানের পারফরমেন্স ছুঁয়ে গেল ক্রিকেট ভক্তদের মন, তারপরও আলোচনায় আম্পায়াররা। আর থাকবেনই না বা কেন? কারণ এই টেস্টে যে দুটি বিশ্বরেকর্ড গড়েছেন স্বয়ং আম্পায়াররা।

চট্টগ্রাম টেস্টে সর্বোচ্চ ২৬টি রিভিউ নেওয়া হয়েছে। ক্রিকেটে এই সিস্টেম চালু হওয়ার পর থেকে যা সবচেয়ে বেশি।

দ্বিতীয়টি, চট্টগ্রাম টেস্টে ২৬টি রিভিউয়ের মধ্যে ১১টিই আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত প্রমাণিত হয়। তার মধ্যে ৮টি সিদ্ধান্তই দিয়েছিলেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। এক টেস্টে যা কোনো আম্পায়ারের নেওয়া সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত। খবর ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের।
২৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে