বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৫:৪৮:৩০

ঢাকায় চার স্পিনার খেলাবে ইংল্যান্ডও?

ঢাকায় চার স্পিনার খেলাবে ইংল্যান্ডও?

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টেও স্পিন দিয়ে ইংল্যান্ডের দারুণ পরীক্ষা নিয়েছেন সাকিব-মিরাজরা। কম যায়নি ইংল্যান্ডও। আদিল রশীদ, মঈন আলীরাও কাঁপিয়ে দিয়েছেন তামিম-ইমরুলদের।

অনুমিতভাবেই ঢাকাতেও ঘূর্ণি ফাঁদ পাততে যাচ্ছে বাংলাদেশ। আর তাই সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথার্রটন মনে করছেন ঢাকায় ইংল্যান্ডেরও চতুর্থ স্পিনার খেলানো উচিত।

যার অর্থ দাঁড়াচ্ছে এই যে, ঢাকায় অভিষেক হতে পারে জাফর আনসারীর। প্রস্তুতি ম্যাচে চার উইকেট নিয়েছিলেন বাম হাতি এই স্পিনার।

আর্থারটন বলেন, 'কয়েক সপ্তাহের মধ্যে আমাদের আরো ছয়টি টেস্ট ম্যাচ খেলতে হবে। এতোদিন ধরে খেলাটা পেসারদের জন্য খুবই কঠিন। তাই ঢাকায় চার স্পিনার নিয়ে কুকের মাঠে নামা উচিত।'

অবশ্য ঢাকা টেস্টে পরিবর্তনের আভাস আগেই দিয়ে রেখেছেন কুক। তবে প্রশ্ন হচ্ছে আনসারী এলে, বাদ পড়বেন কে? সব কিছু ঠিক থাকলে ক্রিস উকসকেই বাদ দেতে পারে ইংল্যান্ড।

ব্যাট হাতেও দুর্দান্ত খেলে থাকেন জাফর আনসারী। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি শতক রয়েছে এই ক্রিকেটারের।
২৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে