বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৬:২৩:৪৫

চট্টগ্রাম টেস্টকে অ্যাশেজের সাথে তুলনা করলেন ইংলিশ ক্রিকেটার বেয়ারস্টো

চট্টগ্রাম টেস্টকে অ্যাশেজের সাথে তুলনা করলেন ইংলিশ ক্রিকেটার বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক: আগামী ২৮শে অক্টোবর শুক্রবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে এখনো আলোচনার তুঙ্গে রয়েছে চট্টগ্রাম টেস্ট।  

টাইগারদের বিপক্ষে রোমাঞ্চকর এই টেস্টে মাত্র ২২ রানের জয় পেয়েছে সফরকারীরা। তবে একটা সময় মনে হচ্ছিলো টাইগারদের জয় সময়ের ব্যাপার মাত্র। টেস্টের পঞ্চম দিন জয়ের জন্য ৩৩ রান প্রয়োজন ছিলো টাইগারদের, হাতে ছিলো ২ উইকেট। ক্রিজে শেষ আশার প্রদীপ হয়ে ছিলেন অলরাউন্ডার সাব্বির রহমান।

কিন্তু ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ওভারেই বাকি দুই উইকেট হারিয়ে বসে ম্যাচটি ২২ রানে খুইয়ে বসে স্বাগতিক বাংলাদেশ। যদিও সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

দুর্দান্ত এই জয়ে স্বভাবতই উল্লসিত ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। আর ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো তো চট্টগ্রাম টেস্টকে অ্যাশেজ সিরিজের সাথেই তুলনা করে বসলেন!

২০১৩ সালে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্টব্রিজের সেই বিখ্যাত জয়ের সঙ্গে এই টেস্টকে তুলনা করেন বেয়ারস্টো। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে এক কলামে বেয়ারস্টো লিখেছেন ২০১৩ সালে অ্যাশেজ আর চট্টগ্রাম টেস্টের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না এই ইংলিশ ব্যাটসম্যান।

বেয়ারস্টো লিখেছেন,  ‘চট্টগ্রাম টেস্টের জয়টি আমার জন্য বিশাল। ২০১৩ সালে অ্যাশেজ সিরিজে ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা একটি দুর্দান্ত জয় পেয়েছি। চট্রগ্রামের জয়টি সেই জয়ের মতোই।’
২৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে