বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০১:৫৮:৫৩

‌'যতদিন আনন্দ পাবো, ততদিন ক্রিকেট খেলবো'

‌'যতদিন আনন্দ পাবো, ততদিন ক্রিকেট খেলবো'

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলে ফেরাটা তার পক্ষে এখন অলীক স্বপ্ন দেখালোও, যুবরাজ সিংহ মনে করেন, তিনি ততদিনই ক্রিকেট খেলবেন, যতদিন খেলে আনন্দ পাবেন।

মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে ভারতের বাণিজ্যনগরী মুম্বায়ে পৌঁছছে পাঞ্জাব দল। এদিন সাংবাদিক সম্মেলনে বাঁহাতি ব্যাটসম্যান বলেন, আমি ক্রিকেট খেলতে ভালবাসি। ছোট থেকেই ক্রিকেটই ছিল আমার ধ্যানজ্ঞান। যতদিন খেলে আমি আনন্দ পাব, ততদিন আমি খেলব।

আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফেরার বিষয়েও এদিন আশাবাদী দেখায় যুবরাজকে। বলেন, দেশের হয়ে বিশ্বকাপ খেলা সবসময়ই গর্বের, সম্মানের। যদিও এখনও সেই নিয়ে ভাবছি না। যুবরাজ জানান, আপাতত তিনি খেলাটাকে উপভোগ করছেন। ভারতীয় দলে ডাক পাওয়ার আশায় রয়েছেন।

একইসঙ্গে, তিনি স্বীকার করে নেন, জাতীয় দলে সুযোগ পাওয়াটা সহজ নয়। এদিন যুবরাজ বলেন, ভারতীয় দলে সুযোগ পেতে হলে তাকে ঘরোয়া ম্যাচগুলিতে দারুন পারফর্ম করতে হবে। তাই এখন তিনি প্রতিটা গেম নিয়ে ভাবছেন। সেখানে নিজের খেলার ক্রমাগত উন্নতি করার চেষ্টায় করছেন। ভবিষ্যতের কথা কে বলতে পারে!

৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে