স্পোর্টস ডেস্ক : শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া থেকে শুরু করে কোপা আমেরিকা বিজেতা চিলিও নামছে এই আসরে। কিন্তু এবারের সফর কিছুটা অন্যরকম। বিভিন্ন কারণে দেশের হয়ে নামতে পারছেন না অনেক বড় তারকাই। মেসি, নেইমার, সুয়ারেজ তো বটেই, তালিকায় রয়েছেন কলম্বিয়ার তারকা জেমস রডরিগেজ এবং উরুগুয়ের এডিনসন কাভানিও।
এর মধ্যে চোটের কারণে ছিটকে গেছেন মেসি এবং রডরিগেজ। নির্বাসিত রয়েছেন নেইমার, সুয়ারেজ এবং কাভানি। প্যারাগুয়ের কাছে হেরে কোপা আমেরিকায় ছিটকে যাওয়ার পর এই প্রথমবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামতে চলেছে ব্রাজিল। শুক্রবার চিলির মুখোমুখি হতে চলেছে তারা। তবে এই ম্যাচ কঠিন পরীক্ষা হতে চলেছে দুঙ্গার। একে তো নেইমার দলে নেই, তার ওপরে চোটের কারণে ছিটকে গেছেন দলের তরুণ তারকা ফিলিপে কৌটিনহোও। বিপদ বুঝে দুঙ্গা ডেকে নিয়েছেন বুড়ো ঘোড়া কাকা–কে। নেইমারের বিকল্প হিসেবে তৈরি থাকছেন হাল্ক।
দুঙ্গা এদিন জানান, ‘সবার মতামতকেই আমি সম্মান করি। কিন্তু ব্রাজিল দলে অনেক ভাল খেলোয়াড় রয়েছে। আমরা তাদের তৈরি করছি, তাদের ওপর বিশ্বাস রাখছি।’ ব্রাজিলকে সাহস জোগাচ্ছে চিলির বিরুদ্ধে তাদের রেকর্ড। এর আগে ৭০ বার মুখোমুখি হয়ে ৪৯ বারই জিতেছে সাম্বা বাহিনী। তবে চিলির পক্ষে যাচ্ছে ঘরের মাঠের জনসমর্থন এবং কোপা আমেরিকা জয়ের আত্মবিশ্বাস।
অন্যদিকে, দলে ফের ডাক পেয়ে উচ্ছ্বসিত কাকা। আর দু’গোল করলেই রোমারিও এবং জিকো–কে টপকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি। সেই প্রসঙ্গেই তিনি জানান, ‘আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। যোগ্যতা অর্জনকারী ম্যাচে দেশের হয়ে সব থেকে বেশি গোল করা, এর থেকে আনন্দের কিছু হতে পারে না।’ তবে কাকা জানান, তার এই রেকর্ড বেশিদিন টিকবে না। ‘আমি নিশ্চিত নেইমার একদিন এই রেকর্ড ঠিক ভেঙে দেবে।’ তবে এখনও পর্যন্ত একটাও যোগ্যতা অর্জনকারী ম্যাচ না খেলায় এই রেকর্ড ভাঙতে নেইমারের অনেক দিন লেগে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি