বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৪:০৬:৪৯

লাগাম টানতে বললেন বিসিবি প্রধান

লাগাম টানতে বললেন বিসিবি প্রধান

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসায় দেশজুড়ে যে হতাশা ও আবেগের স্রোত, তাতে লাগাম টানতে বললেন বিসিবি প্রধান নাজমুল হাসান। অতি আলোচনা-সমালোচনায় উল্টো বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে অভিমত বিসিবি প্রধানের।

নিরাপত্তা ঝুঁকির 'ইস্যু' দেখিয়ে ২ টেস্টের সিরিজ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। তারপর থেকেই বিতর্ক, প্রশ্ন, সন্দেহ, আলোচনা-সমালোচনা বাংলাদেশের ক্রিকেট আঙিনা ছাপিয়ে সব মহলেই আলোচিত হয়ে বিষয়টি। বিষয়টাকে আবেগের একটু বাড়াবাড়ি দেখছেন নাজমুল হাসান।

বুধবার বিসিবির সভায় এসব নিয়েই আলোচনা হয়। সভা শেষে এ প্রসঙ্গে 'বাড়াবাড়ি'র কথা বললেন বিসিবি প্রধান নাজমুল হাসান এবং আবেগের লাগাম টানতে বললেন তিনি।

তিনি বলেন, আমরা জানি, অস্ট্রেলিয়া না আসার দেশের মানুষ কষ্ট পেয়েছে। সবাই হতাশ। আপনারা হতাশ, আমরা হতাশ। কিন্তু তার পরও, একটু বেশিই হচ্ছে…আমরা বাঙালিরা একটু বেশিই আবেগপ্রবণ বলে কি না জানি না, তবে একটু বেশিই হচ্ছে ব্যাপারটি।  

নিরাপত্তা বিষয়ে অস্ট্রেলিয়া যে অতি সতর্ক তা জানিয়ে বিসিবি প্রধান মনে করিয়ে দেন, একটা সাধারণ ব্যাপার মনে রাখা উচিত, অস্ট্রেলিয়া কিন্তু এমনিতেই অনেক স্পর্শকাতর। আগেও এই অ্যালার্টের জন্য ওরা নানা দেশে যায়নি, এমনকি বিশ্বকাপেও যায়নি। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তো অ্যালার্ট থাকা সত্ত্বেও ওদের আমরা এনেছিলাম! এবারও আইসিসি বা ক্রিকেট অস্ট্রেলিয়ার চেষ্টার কোনো ত্রুটি ছিল না সফরে আসার জন্য।

বাংলাদেশে আসতে না পেরে অস্ট্রেলিয়া যে আসলেই হতাশ সে কথাও স্বীকার করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

বাড়াবাড়ির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, টিভিতে দেখি, প্রতিদিন টক শো হচ্ছে। কেউ বলছে তিন মোড়লের ব্যাপার, কেউ বলছে আমাদের বিপক্ষে ষড়যন্ত্র, কেউ বলছে নারীদের দল পাকিস্তানে পাঠানো হলো বলে…এসব বলে উল্টো আমাদেরকে বেকায়দায় ফেলে দেওয়া হচ্ছে। আমি আইসিসিতে যাচ্ছি, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সেখানে তাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করা হচ্ছে। যারা বলছে, তারা তো জানে না! এভাবে একেকজন টিভিতে যা ইচ্ছা বলছে, আমাদের জন্য এসব খুব ক্ষতিকর হচ্ছে।

৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে