স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরে খেলবেন স্ট্রাইকার সার্গিও আগুয়েরো।
এমনিতেই ১০ নম্বর জার্সি যে কোনো দলের সেরা ফুটবলাররা পরে থাকেন। আলবেলিস্তাদের এই জার্সিটি ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা পরেছিলেন। সেই উত্তরাধিকার এখন মেসির। ইনজুরির দরুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বের প্রথম দুম্যাচে খেলা হচ্ছে না মেসির। তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিটি পরে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন আগুয়েরো। আগুয়েরো বলেন, আমি জার্সিটি পরার ব্যাপারে মেসির সঙ্গে কথা বলেছি। সে আমাকে অনুমতি দিয়েছে।
১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা কিংবদন্তির মর্যাদা দিয়েছিলেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটিকে। আর গত কয়েক বছরে এটিকে ‘ব্যক্তিগত সম্পত্তি’ই বানিয়ে ফেলেছেন মেসি। ২৮ বছর বয়সী ফরোয়ার্ড যত দিন ‘আলবিসেলেস্তে’র হয়ে খেলছেন, এটা নিশ্চিত যে জার্সিটা আর কারও কাছে যাচ্ছে না।
আগুয়েরোর এই ‘উন্নতি’ অবশ্য মেসির অনুরোধেই। এর আগেও একবার ১০ নম্বর জার্সিটি পরার অভিজ্ঞতা আছে কুনের, ‘প্রথমবার এটা পরেছিলাম যুক্তরাষ্ট্রে বসনিয়ার সঙ্গে এক প্রীতি ম্যাচে। লিওই বলেছিল, যখন আমি খেলব না, কুন এটা পরবে। এরপর থেকেই ও মেসেজ পাঠাতে শুরু করল, তুমি জার্সিটা পরছ তো? ভয় পেয়ে যাচ্ছে না তো? যথাসময়ে জার্সিটা প্রিয় বন্ধুকে হাসিমুখে ফিরিয়ে দিতেও প্রস্তুত আগুয়েরো, ওর অনুপস্থিতেই আমার দায়িত্ব এটা পরা। আমি এই জার্সি গায়ে জড়াতে পেরে খুশি। তবে এটা ওরই।
জার্সি না হয় পরলেন, কিন্তু খেলায় মেসির অভাব কী করে ঘোচাবেন? আগুয়েরো দলীয় শক্তির মধ্যেই দেখছেন সমাধান, মেসি মেসিই। ওর বিকল্প নেই। তবে আমাদের একটা দুর্দান্ত দল আছে, যারা ওর অভাব অতটা বুঝতে দেবে না।-গোলডটকম
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে