বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৫:২৬:১৬

বিশ্বকাপে ব্রাজিলের ৭ গোল খাওয়া অঘটন নয়!

বিশ্বকাপে ব্রাজিলের ৭ গোল খাওয়া অঘটন নয়!

স্পোর্টস ডেস্ক : ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সতীর্থ লুসিও-র সঙ্গে বুধবার কথা বলেন কলকাতা ইস্টবেঙ্গলের অ্যালভিটো ডি’কুনহা। একে অ্যালভির গায়ে কলকাতার এক ফুটবল ক্লাবের ছাপ। তার উপর কয়েক ঘণ্টা বাদেই আইএসএলে লুসিওর লড়াই শুরু সেই কলকাতার ফ্র্যাঞ্চাইজি টিমের বিরুদ্ধেই।

খেলার আগে অ্যালভিটো প্রশ্ন করেন, গত বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের ১-৭ চুরমার হওয়াটা কি তোমার মতে স্রেফ অঘটন? নাকি ব্রাজিল ফুটবল এ রকম তলানিতেই এসে ঠেকেছে?

উত্তরে ব্রাজিলে সাবেক ফুটবলার লুসিও বলেন, অঘটন নয়। আবার তলানিতেও যায়নি। আমার  মনে হয়, সে দিন জার্মানি অসাধারণ খেলেছিল। আর আমার দেশ ঘরের মাঠে কাপ সেমিফাইনালের বিরাট চাপটা নিতে পারেনি।

অ্যালভিটো ফের প্রশ্ন করেন, নেইমার সেই ম্যাচে থাকলে কি অন্য রেজাল্ট হত?

লুসিও উত্তরে বলেন, মনে হয় না। জার্মানিতে আমি ক্লাব ফুটবল খেলেছি। জানি কোনও টার্গেটে পৌঁছতে জার্মানদের একাগ্রতা ঠিক কেমন! ওরা সে দিন সেই লক্ষ্যে পুরোপুরি ফোকাসড ছিল। আর আমরা প্রথম মিনিট থেকেই গাদাগুচ্ছের ভুল করে খেলা থেকে হারিয়ে গিয়ে ওই বিপর্যয়ের দিন ডেকে এনেছিলাম।

৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে