স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বরাবর ভদ্রলোকের খেলা হিসেবেই বিবেচিত। কিন্তু কটকের ঘটনায় সেই খেলার ভাবমূর্তি কলুষিত হওয়ায় ব্যাথিত ও ক্ষুব্ধ শচিন টেন্ডুলকার। বুধবার ভারতের এক বেসরকারি চ্যানেল নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি।
তিনি জানালেন, ‘সেদিন খেলার মাঝে যেটা হয়েছে তা মোটেই ভাল নয়। আগেও এরকম হয়েছে। আমাদের এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা সবাই খেলাটাকে ভালোবাসি। তাই কখনও কখনও দুঃখ, হতাশা আমাদের গ্রাস করে। কিন্তু কটকে যেটা হয়েছে সেটা মোটেই আবেগ প্রকাশ করার সঠিক রাস্তা নয়।’
শচিন আরও জানান, দর্শকদের আরও পরিণত হওয়া উচিত। ‘আমি সমস্ত সমর্থকদের জানাচ্চি, আপনারা আরও পরিণতমনস্ক হোন। রাগ, হতাশা প্রকাশের আরও পদ্ধতি রয়েছে।’ এদিন কটকে দর্শকদের ব্যবহার নিয়ে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে রিপোর্ট চাইলেন নয়া বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর। মাঠে দর্শকদের বোতল নিয়ে ঢোকার অনুমতি কেন দেওয়া হয়েছিল, তার ব্যাখ্যা দাবি করে দু’দিনের মধ্যে জবাব চেয়েছেন তিনি।
তবে ওড়িশার থেকেও পালটা জবাব এসেছে। খেলা দু’ দফায় বন্ধ রাখার কারণে সুনীল গাভাস্কার রেগে গিয়েই অন্তত ২ বছর ওড়িশায় কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দায়িত্ব না দেওয়ার কথা বলেছিলেন৷ যা শুনে সচিব আশীর্বাদ বেহেরা সরাসরি গাভাস্কারকে আক্রমণ করে বলেন, ‘ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্বাসিত করা হবে কি না, এর বিচারের দায়িত্ব তো সুনীল গাভাসকারের হাতে নেই৷ ওনার কাজ কমেন্ট্রি করা, সেটাই করুন।’
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি