বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৬:২৩:৩৫

ভারতের দুর্বলতা দেখিয়ে দিলেন শোয়েব আখতার

ভারতের দুর্বলতা দেখিয়ে দিলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘ফ্রিডম’ সিরিজে শুরুটা ভাল হয়নি ভারতের৷ এরমধ্যেই প্রথম দুটো ম্যাচ হেরে টি টোয়েন্টি সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া৷ এই হারের জন্য ভারতীয় দলের বোলিংয়ের দিকে আঙুল তুলেছেন শোয়েব আখতার৷

রাহুলপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘ভারতীয় দলের বোলিংয়ে কোনও গভীরতা নেই৷ অশ্বিনের চার ওভার হয়ে যাওয়ার পর, নিয়মিত উইকেট নেওয়ার মতো কাউকে চোখে পড়ছে না৷ তেমন কোনও জোরে বোলারও ভারতের কাছে নেই যে বিপক্ষ শিবিরে কাঁপুনি ধরাতে পারে৷ দ্বিতীয় স্পিনার আর জোরে বোলিংটাই ভারতকে পিছিয়ে দিচ্ছে৷’ কেন এই অবস্থা ভারতের জোরে বোলিংয়ের?

আখতারের উত্তর, ‘মোহাম্মদ সামি আনফিট৷ উমেশ যাদব দলে সুযোগ পায়নি৷ এই দু’জনের অভাব কিছুটা টের পাওয়া যাচ্ছে৷’ শোয়েব আরও বলছেন, ‘ভারত যে মনোভাব নিয়ে টি টোয়েন্টি খেলতে নামছে, তাতে বদল আনা উচিত৷ প্রথম এগারো নিয়ে ধোনিকে আরও ভাবতে হবে৷ রাহানের বদলে রাইডুকে খেলাচ্ছে ধোনি৷ এটা মোটেই ঠিক হচ্ছে না৷ রাইডুর পরিবর্তে প্রথম দলে রাহানের থাকা উচিত।’

টি টোয়েন্টি সিরিজ না হয় গেল, একদিনের ম্যাচে কী হবে? আখতার বলেন, ‘একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ক্ষমতা ভারতের আছে৷ একদিনের ম্যাচে ভারতের উচিত তিন স্পিনার নিয়ে নামা৷ এটা ওদের শক্তি৷ এদিকে অবশ্যই বাড়তি নজর দেওয়া উচিত৷’

৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে