শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০৩:১১:০০

ইতিহাসের পাতায় ওকস-রশিদের জুটি

ইতিহাসের পাতায় ওকস-রশিদের জুটি

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পাতায় চলে গেলেন ক্রিস ওকস ও আদিল রশিদ। ইতিহাসের পাতায় চলে গেলেন ক্রিস ওকস ও আদিল রশিদ।

ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন ঘটেছিল ১৪৪ রানের মাথায়। সেখান থেকে শুরু হয় ক্রিস ওকস ও আদিল রশিদের প্রতিরোধ। আর সেখানে জুটি বেঁধে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা গড়ে ফেললেন ৯৯ রানের এক জুটি।

এশিয়ার মাটিতে নবম উইকেট জুটিতে এতদিন ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের জুটি গড়ার রেকর্ড ছিল কিথ ফ্লেচার ও নর্ম্যান গিফোর্ডের। ১৯৭৩ সালে ভারতের বিপক্ষে ৮৩ রানের জুটি গড়ার ৪৩ বছর পর মিরপুরে ভাঙলো সেই রেকর্ড।

সেই অর্থে ইতিহাসের পাতায় চলে গেলেন ক্রিস ওকস ও আদিল রশিদ। এই একটা রেকর্ড বাদ দিলে বাকি চারটাই হয়েছে ভারতের বিপক্ষে। আর এর কোনোটাই ১৯৮১ সালের পরে হয়নি।

ক্রিস ওকস ৪৬ রান করে আউট হন মেহেদি হাসান মিরাজের বলে। আদিল রশিদ ৪৪ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ড অল আউট হওয়ার আগে করেন ২৪৪ রান। ২৪ রানের লিডও পেয়ে যায় সফরকারীরা।

এশিয়ার মাটিতে ইংল্যান্ডের নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি...

    ৯৯ রান - আদিল রশিদ ও ক্রিস ওকস (প্রতিপক্ষ বাংলাদেশ, ২০১৬)

    ৮৩ রান - কিথ ফ্লেচার ও নর্ম্যান গিফোর্ড (প্রতিপক্ষ ভারত, ১৯৭৩)

    ৮১ রান - বব বার্বার ও টনি লক (প্রতিপক্ষ ভারত, ১৯৬১)

    ৭০ রান - লেসলি টাউনসেন্ড ও হেডলি ভ্যারিটি (প্রতিপক্ষ ভারত, ১৯৩৪)

    ৬৯ রান - গ্রাহাম ডিলি ও বব টেলর (প্রতিপক্ষ ভারত, ১৯৮১)-খেলাধুলা
২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে