বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৮:২৫:২২

উর্দু বলে তোপের মুখে সালমা, মুখ খুললেন এবার

 উর্দু বলে তোপের মুখে সালমা, মুখ খুললেন এবার

স্পোর্টস ডেস্ক: দল থেকে বলা হয়েছিল কোন সংবাদ সম্মেলন অথবা সাংবাদিকদের সাথে কথা বলার সময় উর্দু বলা যাবে না। অনেক কড়াকড়ি ছিল এ বিষয়ে। কিন্তু সে ভুলটি কি না করে বসলেন বাংলাদেশ প্রমিলা দলের অধিনায়ক সালমা খাতুন। তাই ঢাকা ফিরতে না ফিরতে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।
 

সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সালমা খাতুন বলেন, ‘সবাই অভিযোগ তুলেছে আমি নাকি প্রেস কনফারেন্সে উর্দুতে কথা বলছি। আসলে তা সঠিক নয়। আমি বাংলায় কথা বলেছি। ম্যানেজার ওদেরকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে একটা সময়ে ম্যানেজার সাথে ছিলেন না। তখন হয়তো আমি এক মিনিট উর্দুতে বলেছি। এ ছাড়া আমি কোথাও কিছু বলিনি। টসে হেরে যাবার পর কথাটা বলা হয়েছে।’

বাংলাদেশের মেয়েরা ভালো খেললেও ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি বলেও জানান বিশ্ব সেরা বাংলাদেশি এই অলরাউন্ডার।
৮ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে