বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৮:৪৭:৪২

মাঠে ফেরার অপেক্ষায় ব্যাটিংয়ে ঝড় তোলা সেই যুবরাজ

মাঠে ফেরার অপেক্ষায় ব্যাটিংয়ে ঝড় তোলা সেই যুবরাজ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় হার্ড হিটার ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের ব্যাটিং তান্ডব দেখেনি এমন ক্রীড়াপ্রেমী খুঁজে পাওয়া ভার। ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জয়ের মুল নায়ক ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার ছন্দপতন। র্দীঘ দিন রয়েছেন মাঠের বাহিরে।

তবে এবার তিনি মাঠে ফিরে আসার জন্য মরিয়া হয়ে পড়েছেন। সেটা নিজেদের মাঠে ২০১৬ টি-টিয়ান্টি খেলার জন্য নয়, জাতীয় দলে ফেরার জন্য।

পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামার আগে ভারত দলের মারকুটে এই ব্যাটসম্যান বলেন, ‘আমি এখনও খেলাটা উপভোগ করছি। ছোটবেলা থেকে এটাই আমার প্যাশন। যতদিন এমনটা হবে ততদিন আমি খেলে যাব। খেলাটা উপভোগ করতে চাই। ফের জাতীয় দলে খেলার সুযোগ পেলে সেরাটা দিতে প্রস্তুত।

বিশ্বকাপের বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ বিশ্বকাপই হয়। সেটা টি-২০ বিশ্বকাপ হোক কিংবা ওয়ানডে বিশ্বকাপ হোক। বিশ্বকাপ খেলাটা সম্মানের। কিন্তু আমি এখনই বিশ্বকাপের কথা ভাবতে চাই না। কীভাবে নিজের খেলায় উন্নতি করব সেটাই আমার লক্ষ্য।’

যুবরাজ সিং ভারতের হয়ে ৪০টি টেস্ট, ২৯৩টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

৮ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে