শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ১১:৪২:৪৩

মাহমুদুল্লাহর আউটে স্বস্তি পেল ইংল্যান্ড

মাহমুদুল্লাহর আউটে স্বস্তি পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: দুই-একটা চিত্র বাদে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চিত্রটা হচ্ছে এমন যে,  ব্যাটসম্যানরা আসছেন আর টপাটপ ফিরেও যাচ্ছেন। প্রথম ইনিংসে তামিম ইকবাল আর ইংল্যান্ডের ক্রিস উকস-আদিল রশীদ জুটি বাদে স্পিনারদের সামনে সুবিধা করতে পারছেন না কেউই।

দ্বিতীয় ইনিংসেও চিত্রটা এমনই তবে শেষ বিকেলে দারুণ জুটি গড়েছিলেন ইমরুল কায়েস আর মাহমুদুল্লাহ রিয়াদ। দিনের শেষ ওভারে বোল্ড হবার আগে ইংলিশ বোলারদের বিপক্ষে দারুণ খেলছিলেন রিয়াদ। এই জুটিতে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের কপালে কয়েকটা চিন্তার রেখাও পড়েছিল।

তবে দিন শেষে ইংল্যান্ডের ক্রিকেটারদের স্বস্তি এনে দিলেন রিয়াদ নিজেই। বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

রিয়াদ আউট হওয়াতে দারুণ খুশি ক্রিস উকস। আজ খেলা শেষে ইংলিশ এই পেসার বলেন, ‌'মাহমুদউল্লাহর আউটটা স্বস্তিদায়ক। ও আউট হওয়াতে মানসিকভাবে এগিয়ে থাকব আমরা। আমাদের বোলারদের দারুণভাবে মোকাবেলা করছিল সে।'

রিয়াদ আউট হওয়ায় বাংলাদেশকে তাদের কৌশল বদলাতে হবে বলে মনে করছেন উকস। আর এটাকে ইংল্যান্ডের সুবিধা হিসেবেই দেখছেন তিনি। 'ওর আউটটা মানসিকভাবে এগিয়ে রাখবে আমাদের। কাল সকালের জন্য নতুনভাবে চিন্তা করতে হবে বাংলাদেশকে।'   
২৯ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে