বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ১১:০৯:২০

গোল রক্ষক থেকে স্ট্রাইকার

গোল রক্ষক থেকে স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক: মানুষের জীবনটা যে রহস্যে ভরা তা জগ মেগেনিসের দিকে তাকালেই বুঝা যাবে। ছিলেন রাগবি খেলোয়াড়। তার পর ফুটবলে একজন গোলরক্ষক হিসেবে তার পদার্পন। আর কিছু সময়ের ব্যবধানে তিনি এখন নর্দান আয়ারল্যান্ড দলের স্ট্রাইকারের ভূমিকায় খেলছেন।

এ বিষয়টি নিয়ে জস মেগেনিসও দারুণ রোমাঞ্চিত। তিনি জানান ‘ছয় বছর আগে আমি একজন গোলরক্ষক ছিলাম। এখন আমি দেশের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলার সুযোগ পেতে যাচ্ছি, দেশকে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া দায়িত্ব পাচ্ছি।’

স্ট্রাইকার হিসেবে দারুণ কিছু করে দেখানোর সুযোগ বৃহস্পতিবারই পাচ্ছেন জস মেগেনিস। এদিন ঘরের মাঠ উইন্ডসর পার্কে গ্রুপ ‘এফ’ এর ইউরো বাছাই পর্বের ম্যাচে গ্রিসের মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ড। দলের সর্বোচ্চ গোলদাতা কাইল লেফার্তি এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে জস মেগেনিসকে স্ট্রাইকার হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

ইউরো বাছাই পর্বে গ্রীস ছাড়াও শেষ ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হবে গ্রুপের শীর্ষে থাকা নর্দান আয়ারল্যান্ড। আর এই দুই ম্যাচের একটিতে জয় পেলেই ফ্রান্সে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের খেলার যোগ্যতা নিশ্চিত হবে মাইকেল ও’নিল-এর দলের। সূত্র : ডেইলি মেইল
৮ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে