বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ১১:১২:৩২

জাতীয় দলে আসার আগেই সব টাইগারদের টপকে গেলেন, কে এই কাণ্ডারি?

জাতীয় দলে আসার আগেই সব টাইগারদের টপকে গেলেন, কে এই কাণ্ডারি?

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে ডাক পাননি তিনি। তবে ডাক না পেয়েই দেশের সব টাইগারদের টপকে গেছেন এক নতুন মুখ। ব্যাট হাতে তার ঝলক, মুখে সাহসের প্রত্যয়। হয়তো এমন ক্রিকেটারের জন্য অপেক্ষা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। তার ব্যাটিং দৃঢ়তা বেশ নজর কাড়া।

১৯ বছরের মোসাদ্দেক হোসেন একই বছরে ৩ টি ডাবল সেঞ্চুরি করেছে। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কারও নেই। ১২ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি।

এখানে দুটি ডাবল সেঞ্চুরি তার। গত মৌসুমে ছয়টি ম্যাচ খেলে ৭৪২ রান করে তাক লাগান মোসাদ্দেক। মোসাদ্দেক হোসেন সৈকত এই বিষয়ে বলেন, আমি খেলতে চাই রেকর্ডের দিকে তাকানোর সময় নেই।

মুস্তাফিজ ও লিটন দাস মোসাদ্দেকের ভাল বন্ধু ও সতীর্থ। মোসাদ্দেক বলেন, তার এই দুই বন্ধুর মত দেশের হয়েও অবদান রাখতে চান তিনি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য মোসাদ্দেককে এ দলে সুযোগ দিয়েছে বিসিবি। এখানে নিজেকে প্রমাণ করতে পারলে তার জন্য পরবর্তী দরজা উন্মুক্ত হবে।
৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে