স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা হবে না দেশটির টি-টোয়েন্টি ক্রিকেটে স্পেশালিষ্ট হিসাবে বিশেষ পরিচিতি পাওয়া রাইডু।
পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আকতার কয়েকদিন আগে রাইডুর সমালোচনা করেন। ভারতের ক্রিকেটের উন্নতির জন্য পরামর্শও বাতলে দেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত দুটি ম্যাচে রানের খাতা খুলতে না-পারা রায়ডু ব্যর্থ হওয়ায় ইডেনে রাহানের খেলা এক প্রকার নিশ্চিত৷
শেষ ভালোর আশার দলে ঢুকতে পারেন অজিঙ্কা রাহানে এবং স্টুয়ার্ট বিনি৷ বুধবার বিকেলে প্রথম দিকেই ইডেনের নেটে ঢুকতে দেখা গেল রাহানেকে৷ বোলিং করলেন বিনি৷
প্রথম দু’টি ম্যাচে রাহানেকে না নেয়ায় হরভজন সিং বলেন, রাহানে দারুন খেলোয়াড়৷ কিন্তু দলের কম্বিনেশন ঠিক করা টিম ম্যানেজমেন্টের কাজ৷
রায়ানে অলরাউন্ডার হিসাবে খেলবেন ভারতীয় দলে। আগের দুটি ম্যাচ হারলেও শেষ ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় ভারত।
৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর