রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১০:৫৪:২৫

মিরাজের পায়ের জুতার ফিতা বেঁধে দিলেন অ্যালিস্টার কুক

মিরাজের পায়ের জুতার ফিতা বেঁধে দিলেন অ্যালিস্টার কুক

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের এই ছবিটা সত্যি সত্যিই বিরল। স্যালুট পাবার যোগ্য। ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশি তরুন অল রাউন্ডার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পায়ের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন ইংলিশ এই ব্যাটসম্যান।

রোববার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইংনিসে মিরাজের জুতার ফিতা বাঁধতে দেখা গিয়েছে কুককে। খেলা চলাকালীন রান নিতে গিয়ে এক পর্যায়ে মিরাজের জুতার ফিতা খুলে যায়।

এরপরে মিরাজ তা বাঁধার চেষ্টা করলেও ব্যর্থ হন। ফলে পাশে দাঁড়ানো ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক মিরাজের জুতার ফিতা বেঁধে দেন। ক্রিকেটারদের পায়ের জুতার ফিতা স্বাভাবিকভাবেই বাঁধতে হবে। সঠিকভাবে এটি না বাঁধতে পারলে পায়ের কোথাও সমস্যা সৃষ্টি হতে পারে।

এ ম্যাচে বল হাতে দারুণ জাদু দেখান মেহেদী হাসান মিরাজ। জনি বেয়ারস্টো, অ্যালিস্টার কুক, জো রুটদের মতো ব্যাটসম্যানদের চোখের আর নাকের পানি এক করে ছেড়েছেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। মিরাজ ও সাকিবের জাদুকারী বোলিংয়ে ১৬৪ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ১০৮ রানের জয় পায় টাইগাররা।
৩০ অক্টোবর, ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে