বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ১২:১৮:২০

চোখে কাপড় বেঁধে বার বার ছক্কা হাঁকালেন পিটারসন

চোখে কাপড় বেঁধে বার বার ছক্কা হাঁকালেন পিটারসন

স্পোর্টস ডেস্ক: যেখানে একজন ব্যাটসম্যানকে চোখ খোলা রেখে শট খেলতে কত কিছু ভাবতে হয়। সেখানে কিনা কেভিন পিটারসন চোখে কালো কাপড় বাঁধা অবস্থায় একের পর এক ছক্কা হাঁকালেন।

তবে তার চোখ বেঁধে ছক্কা হাঁকানোর উৎসবে বিলেন বনে যাননি কোন বোলার। তার প্রতিপক্ষ ছিলেন বোলিং মেশিন। প্রথম বলটা প্রস্তুত হওয়ার আগেই করা হলো। স্টাম্প গেলে ভেঙে! এরপরই শ্যাডো-ট্যাডো করে ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন কেপি। বল ছোঁড়া হলো মেশিন থেকে। সপাটে চালালেন ৩৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ইংলিশ ব্যাটসম্যান। বল উড়ে গেলে মাঠের বাইরে। দ্বিতীয় বলে আবারও সজোরে হাঁকালেন। বলের গন্তব্য একই, আকাশে উড়ে মাঠের বাইরে। তৃতীয় বলে টাইমিং না হলেও চতুর্থ বল ভাঙল মাঠের পাশের ভবনের জানালার কাঁচ! পঞ্চম বলে কেপির শট দেখে বিস্ময়াবিভূত না হয়ে পারা যায় না। প্রিয় শট সুইচ হিটে সীমানা পার!

ঝড়ে একবার বক পড়তে পারে, বারবার নিশ্চয় নয়। বারবার আন্দাজে শট খেলা কঠিনই। এক্ষেত্রে যুক্তি হতে পারে, বল যখন পিচ করেছে, তখন সূক্ষ্ম ইন্দ্রিয়তে শব্দ শুনে শট খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু শেষ বলটা যে হলো ফুলটস। আর সেটিও পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। অবিশ্বাস্য কেপি! অসাধারণ ক্রিকেটীয় প্রতিভা নিয়েই এ ইংলিশ ব্যাটসম্যান এসেছেন ধরাতলে। সূত্র: প্রথম আলো
৮ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে