স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ ১৭ ব্যাটসম্যানকে ইনজুরিতে ফেলেছেন। তার বয়স মাত্র ২০। বাংলাদেশ ক্রিকেটেও নতুন তিনি। তিনি নিজেই জানান, কেউ কাঁধে, কেউ মাথায়, কেউবা বুকে আঘাত পায় গতির বলে। কারো কারো আঙ্গুল ভেঙ্গে যায় এই পেসারের বলে।!
ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তাসকিন বলেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে আমার অভিষেক মৌসুমে(২০১১) আমি ঢাকা মেট্রোর হয়ে টানা ৬টি ম্যাচ খেলেছিলাম আর ১৭ জন ব্যাটসম্যানকে ইনজুরিতে ফেলেছিলাম!
এখন তাসকিন নিজেই ভুগছেন সাইড স্ট্রেইনের ইনজুরিতে। অপরিণত বয়সের কারণেই বলে প্রচন্ড গতি দেয়ায় শরীরের সাথে পেরে উঠছেন না তিনি।
বার বার আহত হচ্ছেন তাসকিন। কয়েক দিন আগে ভারত সফরে গিয়ে ৫ ওভার বল করেন। তখন আহত হয়ে মাঠের বাইরে চলে যান তিনি।
আসন্ন জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ ও বিপিএল আসরে খেলতে পারবেন কিনা এই চিন্তায় রয়েছেন তাসকিন। তাসকিনের আত্মবিশ্বাস বিপিএল আসরে খেলতে পারবেন তিনি।
৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর